মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণ

মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণ

মৌলভীবাজার থেকে নিজস্ব সংবাদদাতা: মৌলভীবাজারে জেলার সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়সমূহের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে ‘ট্যাবলেট বিতরণ কর্মসূচী’ অনুষ্ঠিত হয়। 

মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর দেয়া উপহার হিসেবে শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, স্থানীয় সরকার এর উপ-পরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার, জেলা পরিসংখ্যান অধিদপ্তরের উপ-পরিচালক সৌরভ পাল মিঠুন, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফ উদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন প্রমুখ। 

প্রধান অতিথি জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, মৌলভীবাজার জেলার সরকারি ও এমপিওভুক্ত মোট ১৮১টি বিদ্যালয়ের ১০৯৮ জন শিক্ষার্থীর মধ্যে পর্যায়ক্রমে ট্যাব বিতরণ করা হবে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৌলভীবাজারের ছয়টি সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের নবম-দশম শ্রেণির মোট ৪৮জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণ করা হয়। আগামী সপ্তাহের মধ্যে জেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের নবম-দশম শ্রেণির মোট ১ হাজার ৯৮ জন শিক্ষার্থীর হাতে ট্যাব পর্যায়ক্রমে দেয়া হবে।