নগরীতে পৃথক ইফতার মাহফিল 

রমজানে এবাদত-বন্দেগিতে  সওয়াব বেশী 

রমজানে এবাদত-বন্দেগিতে  সওয়াব বেশী 

ডাক ডেস্ক ॥ নগরীতে বিভিন্ন সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার পৃথক মাহফিলে বক্তারা বলেছেন, পবিত্র রমজান মাস হল সংযমের মাস। এ মাসে এবাদত-বন্দেগি এবং দান-খয়রাতে সওয়াব অনেক বেশী। 

বিভিন্ন সংগঠনের ইফতার মাহফিল ॥ 
শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড : শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড সিলেট শাখা, দরগাহ গেইট শাখা ও সুবিদবাজার শাখার যৌথ উদ্যোগে মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর আরামবাগস্থ একটি কনভেনশন সেন্টারে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোসলেহ উদ্দীন আহমেদ। 

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজের সভাপতিত্বে ও ইভিপি এন্ড হেড অব পি.আর.ডি সামসুদ্দোহা শিমুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তা পরিচালক শামস্ উদ্দিন খান, বিকল্প পরিচালক মোহাম্মদ মাসুদ, প্রাক্তন পরিচালক নাজমুল ইসলাম নুরু। শুভেচ্ছা বক্তব্য রাখেন সানটেক এনার্জির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জামি, আলিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডি আলিমুল এহসান চৌধুরী, ইবনে সিনা হসপিটালের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, বারাকা পাওয়ার প্লান্ট লিমিটেডের এমডি গোলাম রাব্বানী চৌধুরী, হাব সিলেট অঞ্চলের সভাপতি জহিরুল চৌধুরী শিরু, সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ। অনুষ্ঠানে রমজানের তাৎপর্য বিষয়ে আলোচনা, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ব্যাংকের শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির সদস্য সচিব মাওলানা মো: ফরিদ উদ্দিন। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড, সিলেট শাখার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড ম্যানেজার মো. তোফায়েল ইয়াকুব, দরগা গেইট এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন্ড ম্যানেজার মো. খুরশীদ আলম, সুবিদবাজার শাখার এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এন্ড ম্যানেজার এ কে রেজা আহমেদ চৌধুরী সহ ব্যাংকের গ্রাহক, শুভানুধ্যায়ী ও ব্যবসায়ীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন ব্যাংকের সিলেট শাখার ইমাম তালহা মাহমুদ। 

সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ : সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গত ২৯ মার্চ নগরীর চৌহাট্টাস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা কমান্ড সিলেট জেলার সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার সাভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা শাখার সভাপতি, আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক-কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ সংযুক্ত আরব আমিরাত শাখার সাধারণ সম্পাদক সালেহ আহমদ, দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী।  
সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ সিলেট মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিষদের আজীবন সদস্য জাবেদ আহমদ চৌধুরী, মাওলানা নাসির উদ্দীন, শাখাওয়াত আলী শাহী, ছাদিকুর রহমান, মোশারফ হোসেন, আমিরুল ইসলাম কবির, আব্দুর রশীদ, আবলুছ মিয়া তিতা শাহ, জৈইন উদ্দিন, মানিক মিয়া, মাওলানা মঞ্জুর আহমদ, আব্দুল রহিম, নুরুল ইসলাম পাখি, আবু সায়েম মোঃ সানী, আব্দুল মালিক, মশাহিদ আলী, রহমত উল্লাহ মাস্টার, শায়খ নাছির উদ্দীন, আতিকুর রহমান, আহমদ আলী, ভোরের কাগজের ফটো সাংবাদিক সোহেল আহমদ, দৈনিক জৈন্তাবার্তার ফটো সাংবাদিক ফুল মিয়া, নাজির হোসেন প্রমুখ। 
আবাম ফাউন্ডেশন : আবাম ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম শাখার উদ্যোগে জালালাবাদ নাজিরেরগাঁওয়ের  শাহজালাল জামেয়া ও ইয়াতিমখানায় গত ২৯ মার্চ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফাউন্ডেশনের সিলেটের দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবক আবুল খায়েরের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সিলেট জোনের প্রধান সমন্বয়ক ও শাহজালাল জামেয়া ইসলামিয়া নাজিরেরগাঁও শাখার ইনচার্জ মাওলানা জুনায়েদ আল হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.এম.এল.আর ট্রাস্টের চেয়ারম্যান এম আবুল হোসেন শরীফ, মাওলানা আব্দুল মুকিত, মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা জাহিদুল ইসলাম, মতিউর রহমান প্রমুখ। ইফতার পূর্ব মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। 
সাউথ এশিয়া রেডিও ক্লাব : দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে যৌথভাবে ইফতার করলো সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এবং রোটারি ক্লাব অব সিলেট নিউ সিটি। গত বৃহস্পতিবার বাদ আসর নগরীর পশ্চিম জিন্দাবাজার গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনে এই দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়। 
ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্লাবের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বায়জিদ খাঁন, রোটারি ক্লাব অব সিলেট নিউ সিটির চাটার্ড প্রেসিডেন্ট জাকির আহমেদ চৌধুরী, পিপি প্রফেসর বদরুল আলম ও পিপি আব্দুর রশিদ তালুকদার এবং সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান শাখা, সিলেটের সভাপতি মখলিছুর রহমান। 
এসময় উপস্থিত ছিলেন, গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের ব্যবস্থাপক স্বপন মাহমুদ, সুপারভাইজার রায়হান খাঁন, শিক্ষার্থী কয়েস মিয়া, তুফায়েল হোসেন, কামরান হোসেন, সমীর রঞ্জন বিশ^াস, আকাশ সরকার, তাবাসসুম ফেরদৌস চাঁদনী, তাহমিনা আক্তার মৌমি, খাদিজাতুল কুবরা সিফা, অহনা আক্তার, আফসানা আক্তার মুন্নি, নাদিয়া বেগম, নুরজাহান বেগম। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক আনিসুল হক।