‘বাঙালি মুসলমানদের এগিয়ে নিতে শামসুল হুদা অনন্য অবদান রেখেছেন’

‘বাঙালি মুসলমানদের এগিয়ে নিতে শামসুল হুদা অনন্য অবদান রেখেছেন’

মৃত্যুশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

‘উপমহাদেশের মুসলমান বিশেষ করে বাঙালি মুসলমানদেরকে এগিয়ে নিতে সৈয়দ শামসুল হুদা অনন্য অবদান রেখেছেন। বিশ শতকের প্রথমার্ধে বাংলার রাজনীতি ও সমাজের উন্নয়নে তাঁর অবদান ছিলো। তিনি ইংরেজ রাজশক্তির সাথে আপস নয়, যোগ্যতার বলে, সম্পর্কসূত্রতা বজায় রেখে ধর্ম ও জাতিত্ববোধে উদ্বুদ্ধ হয়ে কাজ করেছেন।’

বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলের প্রথম ভারতীয় এবং সর্বভারতীয় মুসলিম লীগের নির্বাচিত প্রেসিডেন্ট, কলকাতা হাইকোর্টের দ্বিতীয় বাঙালি মুসলমান বিচারপতি সৈয়দ শামসুল হুদা’র মৃত্যুশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। 
সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে গত সোমবার কেমুসাস সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ‘সৈয়দ শামসুল হুদা জীবন ও সমকাল’ গ্রন্থের লেখক গবেষক কবি তাবেদার রসুল বকুল । প্রধান অতিথি ছিলেন সিলেটের প্রাচীনতম সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সভাপতি কবি রাগিব হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে মাসিক আল ইসলাহ সম্পাদক সেলিম আউয়াল উপস্থিত ছিলেন।
গল্পকার ও সাংবাদিক তাসলিমা খানম বীথির সঞ্চালনায় সভার আলোচনায় অংশ নেন প্রফেসর মো. মকুব আলী, প্রাবন্ধিক বেলাল আহমদ চৌধুরী, এডভোকেট আব্দুস সাদেক লিপন, ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আবদুল বাতিন ফয়সল, কবি ধ্রুব গৌতম, লেখক ইছমত হানিফা চৌধুরী, ঔপন্যাসিক আলেয়া রহমান, কবি সুফিয়া জমির ডেইজি, ব্যাংকার ও কবি শাহেদ আব্দুর রকীব, ছড়াকার এখলাসুর রহমান, কবি মাসুদা সিদ্দিকা রুহি, চিত্রশিল্পী এনায়েতুর রহমান নিরুপম, প্রাবন্ধিক শামসীর হারুনুর রশীদ, কবি রাহনুমা শাব্বীর চৌধুরী, শিল্পী সৈয়দ মাহবুব এলাহী, কবি ছয়ফুল আলম পারুল, কবি সেনুয়ারা আক্তার চিনু, কবি মাছুমা টফি একা, মুহাজির হোসাইন চৌধুরী, আতিকুর রহমান, ইফতেখার চৌধুরী, কবি কামাল আহমদ, দেওয়ান গাজী আব্দুল কুদ্দুছ, সাংবাদিক এমরান ফয়সল, ছড়াকার জুবের আহমদ সার্জন প্রমুখ। আলোচনাসভার শেষ পর্যায়ে ‘সৈয়দ শামসুল হুদা জীবন ও সমকাল’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।-বিজ্ঞপ্তি