বিজয়ের সুবর্ণজয়ন্তীতে দৃষ্টিনন্দন কমপ্লেক্স পেলেন ছাতকের মুক্তিযোদ্ধারা

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে দৃষ্টিনন্দন কমপ্লেক্স পেলেন ছাতকের মুক্তিযোদ্ধারা

ছাতক সংবাদদাতা : মহান বিজয়ের সুবর্ণজয়ন্তীতে প্রায় ২ কোটি ২৩ লাখ ৮৯ হাজার ৩শ’ ৪৪ টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পেলো ছাতকের মুক্তিযোদ্ধারা। ছাতক পৌরভবনের পার্শ্বে অবস্থিত তিন তলা বিশিষ্ট ভবনের নিচ তলায় মার্কেট এবং দ্বিতীয় তলা ও তৃতীয় তলায় হবে দাপ্তরিক কর্মকান্ড।
গত শুক্রবার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ভবনটির উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী আকম মোজাম্মেল হক ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। উদ্বোধন শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড আয়োজিত মুক্তিযোদ্ধা-জনতা মহাসমাবেশেও ছাতকের গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা উল্লেখ করেন মুক্তিযোদ্ধা মন্ত্রী।
নতুন ভবনটি বলে দিচ্ছে বৃহত্তর ছাতকের ৫নং সেক্টরের অধীন (ছাতক-কোম্পানিগঞ্জ-দোয়ারাবাজার) মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা। এখন প্রয়োজন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দাপ্তরিক কাজের গতি আনয়ন, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের বিভিন্ন স্মৃতি সংগ্রহ ও সংরক্ষণ, অসুস্থ মুক্তিযোদ্ধাদের চিকিৎসার ব্যবস্থা, মুক্তিযুদ্ধ বিষয়ক নানা ধরণের সেমিনার আয়োজন।
এদিকে,মানসম্পন্ন এই অফিস ভবনের সামনের দিকটায় রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সম্বলিত মার্বেল পাথর দ্বারা বেষ্টিত দৃষ্টি নন্দন একটি ম্যুরাল।
উপজেলার মুক্তিযুদ্ধের পক্ষে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া। ছাতক উপজেলা নির্বাহী অফিসার ও ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক মামুনুর রহমান জানান, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে সারা দেশে উপজেলা ও জেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে সরকার। উদ্বোধনকৃত দৃষ্টিনন্দন ভবনটি থেকে আয়কৃত টাকা দিয়ে উপজেলার মুক্তিযোদ্ধাদের কল্যাণে ব্যয় করা হবে।