বিদ্যুৎ নিয়ে সরকারের সিদ্ধান্ত আরও সংকট তৈরি করবে : ফখরুল

বিদ্যুৎ নিয়ে সরকারের সিদ্ধান্ত আরও সংকট তৈরি করবে : ফখরুল

রয়েল ভিউ ডেস্ক:
বিদ্যুৎ সংকটের কারণে দেশের অর্থনীতিতে বিরুপ প্রভাব পড়বে বলে আশঙ্কা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

আজ মঙ্গলবার সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্য়ালয়ে সাংবাদ সম্মেলনে তিনি এ শঙ্কা প্রকাশ করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিদ্যুৎ নিয়ে সরকারের নেয়া সিদ্ধান্ত দেশে সমস্যা সমাধানের পরিবর্তে আরও সংকট তৈরি করবে। দেশজুড়ে লোডশেডিং ডিজেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত দেশকে অর্থনৈতিক সংকটে ফেলবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।

ফখরুল বলেন, বিদ্যুত নিয়ে সরকারের দুর্নীতি এবং ভুল নীতির কারণেই বর্তমান সংকটজনক পরিস্থিতি  তৈরি  হয়েছে। দেশের সার্বিক অবস্থাতে উদ্বেগ প্রকাশ করে বিএনপি  মহাসচিব  বলেন, চলমান সংকট সরকার সামাল দিতে পারবে না। এর ফলে জনগণ  সরকারের  ওপর আরও  ক্ষুব্ধ  হয়ে  উঠবে।

সরকার এখন চোখে সর্ষে ফুল দেখবে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা বার বার বলেছি, এমন কোনো পরিকল্পনা, এমন কোনো প্রজেক্ট হাতে নেওয়া উচিত নয় যেটা আমরা চালাতে পারব না। আমরা ওই ধরনের জুতাই কেনা উচিত যে ধরনের জুতা আমি পড়তে পারব, আমাদের পায়ের মাপের বাইরে জুতা কিনলে তা পরা সম্ভব না। আজকে তাই ঘটছে। এটার মূল্য দিতে হচ্ছে জনগণকে। আমি এর নিন্দা জানাচ্ছি এবং আমরা অবিলম্বে এই দুর্নীতির কারণে সরকারের পদত্যাগ দাবি করছি।