বন্যা কবলিত মানুষের পাশে  শেখ হাসিনার সরকার রয়েছে : জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন

বন্যা কবলিত মানুষের পাশে  শেখ হাসিনার সরকার রয়েছে : জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন

বদর উদ্দিন আহমদ গোবিন্দগঞ্জ ছাতক থেকে : ছাতক উপজেলার বন্যা দুর্গত বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। শনিবার দিনব্যাপী ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও, ছৈলা আফজালাবাদ, জাউয়াবাজার, সিংচাপইড়সহ বিভিন্ন ইউনিয়নে বন্যা দুর্গত এলাকা ঘুরে বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন তিনি। ত্রাণ বিতরণকালে উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু শাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ছৈলা আফজালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান গয়াছ আহমদ, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, ছাতক প্রেসক্লাবের সহ সভাপতি বদর উদ্দিন আহমদ, ছাতক উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ওবায়দুর রউফ বাবলু, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, আব্দুল হান্নান আঙ্গুর, আবিদুর রহমান আঙ্গুর, ইউপি সদস্য সিরাজ মিয়া, রইছ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন বানভাসি মানুষের উদ্দেশ্যে বলেন, বন্যা কবলিত মানুষের পাশে শেখ হাসিনার সরকার রয়েছে। সরকারের নিকট পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী মজুত আছে। ত্রাণ সামগ্রী চাহিদা অনুযায়ী দুর্গতদের মাঝে সরবরাহ করা হবে, কেউ না খেয়ে থাকবে না, ইনশাল্লাহ। ত্রাণের পাশাপাশি নগদ অর্থ এবং ঘরবাড়ি পুনঃনির্মাণের জন্য ঢেউটিন বিতরণেরও উদ্যোগ নেয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক,খামারী সবাইকে ত্রাণের আওতায় আনার ব্যবস্থা করা হবে।