বন্যার্তদের সহযোগিতায় বিত্তবান ও প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন অধ্যাপক জাকির হোসেন 

বন্যার্তদের সহযোগিতায় বিত্তবান ও প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন অধ্যাপক জাকির হোসেন 

রয়েল ভিউ ডেস্ক:
সাম্প্রতিক বন্যায় সিলেট শহরের বিভিন্ন ওয়ার্ড ও শহরের আশেপাশের অনেক এলাকা প্লাবিত হয়েছে। দিনরাত বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন।  

বৃহস্পতিবার (১৯ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন ওয়ার্ডের আশ্রয় কেন্দ্র তিনি পরিদর্শন করেন এবং বিত্তবানদের দেওয়া শুকনো খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তিনি ২৪ নং ওয়ার্ডের কুশিঘাট এলাকার  হাজী মোঃ সফিক হাই স্কুলে, টুলটিকর গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে, টুলটিকর পঞ্চায়েত কমিটির রান্নাকরা খাবার, রায়নগর সেবক সংঘের পক্ষ থেকে ১৫ নং ওয়ার্ডে কিশোরী মোহন প্রাথমিক বিদ্যালয় মিরাবাজারে শুকনো খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন। 

আশ্রয় কেন্দ্র পরিদর্শনকালে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক সিলেটের বন্যার পরিস্থিতি সম্পর্কে খুঁজ-খবর নিচ্ছেন। ইতোমধ্যে তিনি দুইজন মন্ত্রীকে বন্যার পরিস্থিতি অবলোকন ও সহযোগীতা করার জন্য সিলেট পাঠিয়েছেন। গতকাল পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন এমপি ও দুর্যোগ ব্যবস্থাপনা ও এাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি নগরীর বিভিন্ন ওয়ার্ডসহ সদর উপজেলার অনেক এলাকায় এাণ সামগ্রী বিতরণ করেছেন এবং আর্থিক সহযোগিতারও ঘোষণা দিয়েছেন। সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রয়েছে। 

অধ্যাপক জাকির বলেন, অসহায় ও দুস্থ মানুষদের সহযোগিতা করার জন্য সমাজের বিত্তবানদেরকে এগিয়ে আসতে হবে। ইতোমধ্যে কাউন্সিলরা যার যার অবস্থান থেকে সহযোগিতা করে যাচ্ছেন। এক ওয়ার্ডের কাউন্সিলর অন্য ওয়ার্ডে গিয়ে সহযোগিতার হাত প্রসারিত করছেন। গত কয়েকদিন ধরে ভারপ্রাপ্ত মেয়র তৌফিক বক্স লিপন দিনরাত অসহায় মানুষদের সহযোগিতা করে যাচ্ছেন। করোনাকালীন সময়েও আমরা দেখেছি একে অন্যের জন্য এগিয়ে এসেছিল। বিশেষ করে বিত্তবান ও প্রবাসীরা করোনাকালীন সময়ে প্রচুর সহযোগিতা করেছিলেন। যা সত্যিই প্রশংসনীয় ছিল। অতীতের মত বন্যার এই সংকটময় মুহূর্তেও সহযোগিতার হাত প্রসারিত করার জন্য বিত্তবান ও প্রবাসীদের প্রতি আহবান জানাচ্ছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় অতীতের ন্যায় এই সংকটময় অবস্থা থেকে আমরা উত্তরণ করতে পারবো। 

তিনি আরও বলেন, আকস্মিক বন্যার কারণে বাসাবাড়ি ও আশ্রয়কেন্দ্র গুলোতে বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। ইতিমধ্যে আমি বিশুদ্ধ খাবার পানির বিষয়ে স্বাস্থ্য প্রকৌশলী বিভাগের দায়িত্বপ্রাপ্ত  কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা বলেছে, পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানির ট্যাবলেট সরবরাহ করা আছে। যে কেউ তা সাগরদিঘির পাড় স্বাস্থ্য প্রকৌশলী বিভাগের অফিস থেকে সংগ্রহ করতে পারবে। তিনি বলেন, সিটি কাউন্সিলরা এবং রেড ক্রিসেন্ট সোস্যাইটি পানিবন্দী এলাকায় গিয়ে সহযোগিতা অব্যাহত রেখেছে। আশা করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই সংকট থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। তিনি অসহায়ের মাঝে সহযোগিতা অব্যাহত রাখার জন্য সমাজের বিত্তবানদের অসংখ্য ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি মহানগর আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে বানবাসী মানুষদের সহযোগিতার কাজে সম্পৃক্ত হওয়ার আহবান জানান।