দোয়ারার রামনগরে ব্রীজের এপ্রোচ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

দোয়ারার রামনগরে ব্রীজের এপ্রোচ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

রয়েল ভিউ ডেস্ক:
দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের রামনগরে বন্যার পানির চাপে ব্রীজ ভেঙে গেছে। বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ—দোয়ারাবাজার ছাতক সড়কের রামনগর এলাকার এ ব্রীজটি ভেঙে যায়।

স্থানীয়রা জানান, বিগত কয়েক দিনের বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুরমা নদীর অতিরিক্ত পানির চাপে প্রথমে ব্রীজের দুই পাশের এপ্রোচে ফাটল দেখা দেয়। এরপরই পানির নিচে চলে যায় ব্রীজটি। এতে করে সুনামগঞ্জ দোয়ারাবাজার—ছাতকের সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন এই ব্রীজ তীব্র স্রোতের কারণে মেরামত করাও এখন সম্ভব নয়। বিকল্প ব্যবস্থা হিসেবে জরুরিভাবে লোকজনের চলাচলের জন্য নৌকা দিয়ে পারাপারের ব্যবস্থা করবে উপজেলা প্রশাসন।

দোহালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বসির উদ্দিন বলেন, ব্রীজের পাশে এপ্রোচে ফাটল দেখা দিয়েছে খবর পেয়ে ঘটনার স্থলে পৌঁছার এক মিনিটের মধ্যে হঠাৎ করে এই পাকা ব্রীজটি ভেঙে পানির নিচে তলিয়ে যায়। তিনি বলেন, আমরা এই ব্রীজ দিয়ে দোয়ারাবাজার হয়ে সরাসরি ছাতক যাতায়াত করি। এ দিকে ব্রীজের অপরপারের লোকজন এই সড়ক দিয়ে সুনামগঞ্জ যাতায়াত করেন তাদেরও পড়তে হবে ভোগান্তিতে।

এ ব্যাপারে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকতার্ দেবাংশু কুমার সিংহ জানান, আমরা সাময়িক ভাবে লোকজনের যাতায়াতের জন্য নৌকার ব্যবস্থা করবো। বন্যার পানি না কমলে এই ব্রীজ মেরামত বা সংস্কার করা সম্ভব নয়। ইতোমধ্যে উপজেলা এলজিইডির লোক ভেঙে যাওয়া ব্রীজের স্থান পরিদর্শন করেছেন।