বন্যায় জগন্নাথপুরে ৬০ বিদ্যালয় বন্ধ 

বন্যায় জগন্নাথপুরে ৬০ বিদ্যালয় বন্ধ 

রয়েল ভিউ ডেস্ক:
জগন্নাথপুর সুনামগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা - বন্যাব কারণে  সুনামগঞ্জের জগন্নাথপুর  উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাঠদান সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।  শনিবার উপজেলার ৬০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ করে দেয়া হয়।

জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস জানান যে সকল বিদ্যালয়,  বিদ্যালয় প্রাঙ্গন ও বিদ্যালয়ের সড়ক বণ্যার পানি উঠেছে সে সকল বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ করা হয়েছে। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের দেওয়া তথ্য অনুযায়ী উপজেলার ৬০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় অনিদিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। পরিস্হিতি বিবেচনায় তা বাড়তে পারে। তবে বন্যামুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাঠদান চলবে বলে তিনি জানান।
উল্লেখ্য এ উপজেলায় ১৫৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায় একটি পৌরসভা ও আটটি ইউনিয়ন নিয়ে গঠিত জগন্নাথপুর উপজেলায় ১৫৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তার মধ্যে ৬০টি বিদ্যালয়ে বন্যার পানির জন্য সাময়িক বন্ধ করা হয়েছে।

উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিনা খানম জানান আজ শনিবার এসে বিদ্যালয়ের চারদিকে শুধু পানি আর পানি।কোমলমতি শিশুদের নিয়ে ঝুঁকিতে ছিলাম।বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তা কে জানালে তিনি পাঠদান বন্ধ রাখতে নির্দেশিত দেন।