বিপিএলে সিলেট স্ট্রাইকার্স’র আইকন মাশরাফি

বিপিএলে সিলেট স্ট্রাইকার্স’র আইকন মাশরাফি

রয়েল ভিউ ডেস্ক:
লোগো উন্মোচন করেছে বিপিএলের দল সিলেট স্ট্রাইকার্স, প্রকাশ করা হয়েছে থিম সং। এদিন আইকন ও সরাসরি চুক্তি করা বিদেশি খেলোয়াড়দের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দলটি। এ ছাড়া কোচিং স্টাফদের নামও জানানো হয়। 
 
অস্ট্রেলিয়ায় শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, সবার দৃষ্টি এখন সেখানেই। বাংলাদেশ সুপার টুয়েলভে প্রথম ম্যাচ খেলবে ২৪ অক্টোবর। বিশ্বকাপের জ্বরের মধ্যেই আনুষ্ঠানিকতা শুরু করে দিলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল সিলেট স্ট্রাইকার্স। বুধবার ঢাকার একটি অভিজাত হোটেলে লোগো উন্মোচন করেছে সিলেট, প্রকাশ করা হয় থিম সং। এদিন আইকন ও সরাসরি চুক্তি করা বিদেশি খেলোয়াড়দের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দলটি। এ ছাড়া কোচিং স্টাফদের নামও জানানো হয়।  

এবার সিলেট ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছে ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড। দলটির আইকন ক্রিকেটার করা হয়েছে ওয়ানডের মতো বিপিএলেরও সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। বিপিএল এলে এটা তার ষষ্ঠ দল হতে যাচ্ছে। ঢাকা গ্ল্যাডিয়েটর্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, ঢাকা প্লাটুন ও মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে খেলেছেন অভিজ্ঞ এই পেসার। 

ইতোমধ্যে চার বিদেশির সঙ্গে চুক্তি করে ফেলেছে সিলেট। দলটিতে খেলতে দেখা যাবে পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমির এবং শ্রীলঙ্কার তিন অলরাউন্ডার থিসারা পেরেরা, ধনঞ্জয় ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসকে। তিন লঙ্কান ক্রিকেটার পুরো আসরে খেলবেন, তবে পিএসএলে খেলতে আমিরকে ফিরে যেতে হবে। প্লে-অফে উঠলে তাকে দলে পাবে না সিলেট। 

আগামী বছরের ৫ জানুয়ারি বিপিএল শুরু করার পরিকল্পনা বিসিবির। কাছাকাছি সময়ে আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকার এসএটি-টোয়েন্টি এবং সংযুক্ত আরব আমিরাতের আইএলটি-টোয়েন্টি টুর্নামেন্ট। এ কারণে তারকা বিদেশি ক্রিকেটারদের বিপিএল না পাওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু সিলেট বসে না থেকে চার বিদেশির সঙ্গে চুক্তি সেরে নিয়েছে। 

কোচিং স্টাফ, ম্যানেজমেন্টও প্রায় চূড়ান্ত করে ফেলেছে সিলেট। টিম ম্যানেজারের দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস ইকবাল। সহকারি কোচ হিসেবে রাজিন সালেহ ও নাজমুল ইসলামকে নেওয়া হয়েছে। ব্যাটিং কোচের দায়িত্বেও থাকবেন রাজিন। সৈয়দ রাসেল ফাস্ট বোলিং কোচ, মুরাদ খান স্পিন বোলিং কোচ ও ডলার মাহমুদকে ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তারা। নাম ঘোষণা না করলেও জানা গেছে ভারতের ওয়াসিম জাফর প্রধান কোচের দায়িত্বে থাকবেন। 

ভিন্ন ভিন্নি মালিকানায় খেলা সিলেট কখনেই বিপিএল ভালো করতে পারেনি। এবার সিলেটকে ভালো কিছু উপহার দেওয়ার ব্যাপারে প্রত্যয়ী রেকর্ড চারবারের বিপিএলজয়ী মাশরাফি। তিনি বলেন, 'আমি আমার শতভাগ দিয়ে চেষ্টা করব। সিলেট হয়তো কখনও চ্যাম্পিয়ন হতে পারেনি বা ভালো করতে পারেনি। এ জন্য শুরু থেকেই বলেছি টিম ম্যানেজম্যান্ট শক্ত করতে। যতটুকু সম্ভব, তা করা হয়েছে। এ ছাড়া নিলামের (ড্রাফট) ওপরেও নির্ভর করে। সেখান থেকে খেলোয়াড় কারা আসে তাও দেখতে হবে। মাঠের ভেতরে শৃঙ্খলা কেমন, তাও গুরুত্বপূর্ণ। দিন শেষে কেমন খেলতে পারব, তখন আসলে বোঝা যাবে। আমরা আশাবাদী। সবকিছু আলহামদুলিল্লাহ ভালোভাবে হচ্ছে।'

মাশরাফির আশা, ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড বিপিএলের সঙ্গে লম্বা সময় ধরে থাকবে। তার ভাষায়, 'এখন মাত্র শুরু হলো। খুব ভালোভাবেই শুরু হয়েছে। কমের মধ্যে যতটুকু করা যায়, ততটুকুই করার চেষ্টা করেছেন ওনারা। এ জন্য তারা ধন্যবাদ প্রাপ্য। কারণ অনেক জায়গায় দেখেছি অনেক বড় করে এসে শেষপর্যন্ত আর থাকতে পারে না। আমি আশা করি দীর্ঘসময় টিকবে এবং বাংলাদেশ ক্রিকেটকে তারা সাহায্য করতে পারবে।'

দীর্ঘদিন খেলা হয়নি মাশরাফির, সর্বশেষ খেলেছেন গত এপ্রিলে। ওজন বেড়েছে জাতীয় দলের সাবেক এই অধিনায়কের, ফিটনেসেও দেখা দিয়েছে ঘাটতি। তবে বিপিএল শুরুর আগে ফিটনেস ঠিক করার ব্যাপারে আশাবাদী তিনি, 'আমার ফিটনেস নিয়ে কাজ করতে হবে। আমি লম্বা সময় ধরে ক্রিকেটের বাইরে, অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। এখন যেহেতু সামনে ২-৩ মাস পর টুর্নামেন্ট আসছে, আমি কঠোর পরিশ্রম করব এবং ফিটনেসের উন্নতির জন্য সর্বোচ্চ চেষ্টা করব।'