বামছাস’র প্রাইমারী ও জুনিয়র স্কলারশীপ পরিক্ষা-২০২২ সম্পন্ন

বামছাস’র প্রাইমারী ও জুনিয়র স্কলারশীপ পরিক্ষা-২০২২ সম্পন্ন

বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি (বামছাস) ১৯৮৪ সনের ২৩ নভেম্বর প্রতিষ্ঠার পর শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক সূচনা আনতে বিগত ১৯৯২ সাল থেকে শুরু হওয়া বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি ( বামছাস)'র  শিক্ষামূলক কার্যক্রমের অন্যতম প্রকল্প স্কলারশিপ পরীক্ষা বাংলাদেশের সিলেট বিভাগের  মণিপুরী অধ্যুষিত সকল অঞ্চলে প্রতি বছর একযোগে অনুষ্ঠিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও সিলেট বিভাগের মণিপুরী অধ্যুষিত হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বিশগাঁও এর "বিশগাঁও মণিপুরী ক্লাব", মৌলভী বাজার জেলার কমলগঞ্জ (ভানুগাছ) উপজেলার আদমপুর বাজারে অবস্থিত "তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়", সম্মিলিত বড়লেখা ও জুড়ী উপজেলার "ছোট ধামাই প্রাইমারী বিদ্যালয়", কুলাউড়া উপজেলার নলডরী, ভান্ডারী গাঁও-এ অবস্থিত "মণিপুরী সাংস্কৃতিক একাডেমি", শ্রীমঙ্গল রামনগর মণিপুরী পাড়ায় অবস্থিত  ধর্মশালা হল রুম", এবং সিলেট জেলার সদর উপজেলার স্থানীয় মির্জাজাঙ্গাল  বালিকা  উচ্চ বিদ্যালয়" সহ মোট ৬ টি কেন্দ্রে শুক্রবার,১৪ অক্টোবর  ২০২২,  সকাল ১০টা থেকে "প্রাইমারী ও জুনিয়র স্কলারশীপ পরীক্ষা-২০২২" একযোগে অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় ৬ টি কেন্দ্রে প্রায় দেড় শতাধিক মণিপুরী শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

অন্যান্য বছরের ন্যায় এবারের "প্রাইমারী ও জুনিয়র স্কলারশীপ পরীক্ষা-২০২২"-এর সার্বিক পৃষ্ঠপোষকতা  প্রদান করেন বামছাস'র প্রধান উপদেষ্টা, শিক্ষানুরাগী ও সমাজসেবক আমেরিকা প্রবাসী অসেম সত্যজিত সিংহ এবং বামছাস'র অন্যতম উপদেষ্টা, শিক্ষাবিদ ও প্রাবন্ধিক এল. নন্দলাল সিংহ। 

এবারের বৃত্তি নির্বাচন পরিষদের চেয়ারম্যান হিসেবে থোকচম বিকি সিংহ এবং পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে  রনিক সিংহ দ্বায়িত্ব পালন করেন। 

পরীক্ষার সিলেট কেন্দ্রের পরীক্ষায় পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন বামছাস এর সাবেক সবাপতি এইচ. মনিলাল সিংহ  এবং বামছাস'র অন্যতম উপদেষ্টা, বিশিষ্ট নাট্যজন ও সমাজসেক এম.উত্তম সিংহ। কক্ষ পরিদর্শক দ্বায়িত্বে ছিলেন কমলিকা সিনহা, লুসী সিনহা, বন্যা রাজকুমারী ও চৈতালী দেবী। 

তাছাড়াও প্রতিটি কেন্দ্রে যারা দায়িত্ব পালন করেন  তারা হলেন-  কুলাউড়া উপজেলার নলডরী,ভান্ডারীগাঁও কেন্দ্রে-সিনিয়র শিক্ষক ও বামছাস'র অন্যতম উপদেষ্টা খোমদ্রাম বীরেন্দ্র সিংহ এবং সহকারী পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন অনামিকা সিনহা ধীরা। ছোট ধামাই অঞ্চলে বামছাসের কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ সভাপতি অভিষেক সিংহ  রাজীব, উৎপল সিংহ, মাইস্না চনু, সিদ্ধার্থ সিংহ, শুভজিৎ সিংহ, স্বর্ণকমল সিংহ এবং  কমলগঞ্জ উপজেলার ভানুগাছ কেন্দ্রে-  বামছাস'র প্রাক্তন  সহ সভাপতি হিজম সুশীল, সভাপতি শিল্পী সিনহা, সাধারণ সম্পাদক শিমুল সিংহ, সাংগঠনিক সম্পাদক জয়া শর্ম্মা, সঞ্জু সিংহ, বিশ্বজিৎ সিংহ, অনন্যা শর্ম্মা, মনিকা চনু, দিপু সিংহ, বীথি হামোম, শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল কেন্দ্রে-বিশিষ্ট সমাজসেবক হিরন্ময় সিংহ হিরন এবং অজয় সিংহ। চুনারুঘাট উপজেলার বিশগাও কেন্দ্রে সার্বিক সহযোগিতা করেন বামছাস'র উপদেষ্টা শেরাম প্রমোদ এবং সহকারী পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন বামছাসের অন্যতম সহ সভাপতি  ময়েংবম মুকেশ ও দিবাকর সিংহ। 

এবারের স্কলারশিপ পরীক্ষাকে সাফল্যমন্ডিত করার নিমিত্তে যারা আন্তরিক সহযোগিতা প্রদান করেন তারা হলেন- বামছাসের অন্যতম সাধারণ সম্পাদক অয়ন সিংহ,  অনুরাগ রাজকুমার, রিমন সিংহ, সীতিশ শর্মা সহ প্রমুখ।-বিজ্ঞপ্তি