বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজে মাদকদ্রব্যের অপব্যবহার বিরোধী  আন্তর্জাতিক দিবস পালিত

বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজে মাদকদ্রব্যের অপব্যবহার বিরোধী  আন্তর্জাতিক দিবস পালিত

রয়েল ভিউ ডেস্ক: মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট-এ রোববার রচনা প্রতিযোগিতা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। মাদকদ্রব্যের অপব্যবহার ও এর কুফল সম্পর্কিত প্লেকার্ড নিয়ে শিক্ষার্থীরা র‌্যালীতে অংশ গ্রহণ করে। সকাল সাড়ে ১০টায় দিবসের উদ্বোধন করেন প্রধান অতিথি বিজিবি, সিলেট-এর সেক্টর কমান্ডার কর্নেল জি এইচ এম সেলিম হাসান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সহকারি প্রধান শিক্ষিকাসহ সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিষয়টির উপর শিক্ষার্থীদের মধ্যে দুটি গ্রুপে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। ক গ্রুপে ১ম স্থান ৮ম শ্রেণির শিক্ষার্থী রাহনুমা তাব্বাচ্ছুম মাইশা, ২য় স্থান ৭ম শ্রেণীর শিক্ষার্থী প্রিয়ন্তি দাশ প্রান্তি এবং ৩য় স্থান অর্জন করে ৯ম শ্রেণির শিক্ষার্থী নাদিয়া ইসলাম তোহফা; খ গ্রুপে ১ম স্থান একাদশ শ্রেণির শিক্ষার্থী বৈশাখী সূত্রধর, ২য় স্থান একাদশ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া ইয়াছমিন ঊর্মি এবং ৩য় স্থান অর্জন করে একাদশ শ্রেণির শিক্ষার্থী সানজুমা আক্তার। পরে প্রধান অতিথি সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদকদ্রব্যের অপব্যবহার এবং এর খারাপ দিক উল্লেখ করে বক্তব্য প্রদান করেন।