একাত্তরের দালালরা  এখনো সক্রিয় -----ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)

একাত্তরের দালালরা  এখনো সক্রিয় -----ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)

রয়েল ভিউ ডেস্ক: একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) বলেছেন, একাত্তরের দালালরা এখনো সক্রিয় আছে। দেশে অরাজকতা সৃষ্টি করে বিদেশী শক্তির হস্তক্ষেপে তারা ক্ষমতায় আসতে চাচ্ছে। এদের উৎখাত ও নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’  

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট মহানগর আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গত শনিবার জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট কিশোর কুমার করের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. জাহিদ সারওয়ার (সবুজ) এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন  সহ সভাপতি মো. আব্দুল কাদির, এডভোকেট মো. আনোয়ার হোসেন,  সিনিয়র সদস্য খন্দকার মহসিন কামরার, সহ সভাপতি সাদিকুর রহমান সাদিক, দবির আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছয়েফ খান, সাংগঠনিক সম্পাদক শেখ সুহেল আহমদ কবির, নুরুল হুদা চৌধুরী কয়েছ, কোষাধ্যক্ষ মো. মানিক মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়ছল কাদির পাওয়েল প্রমুখ। অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, নির্মূল কমিটি সিলেট মহানগরের সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ সাইমুন আনজুম ইভানের রোগ মুক্তি কামনা ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট মহানগর শাখার সদস্য মরহুম সৈয়দ দারা মিয়াও মোঃ ছয়েফ খানের মাতার মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মহানগর আওয়ামীলীগ নেতা আব্দুল আজিম জুনেল।