কবি রওশন জাহান চৌধুরী জেসমিন ছিলেন  একজন সমাজ সচেতন অগ্রসর নারী

কবি রওশন জাহান চৌধুরী জেসমিন ছিলেন  একজন সমাজ সচেতন অগ্রসর নারী

রয়েল ভিউ ডেস্ক: কবি রওশন জাহান চৌধুরী জেসমিন কেবলই একজন লেখকই ছিলেন না, তিনি ছিলেন অনেক মানবিক গুনাবলি সম্পন্ন একজন অগ্রসর নারী। লেখালেখির পাশাপাশি সমাজ সচেতন নারী হিসেবে ছিলেন

পরিচিত। তার মৃত্যুতে সাহিত্যাঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়েছে।  
সিলেট লেখিকা সংঘের সহসভাপতি রওশন জাহান চৌধুরী জেসমিনের মৃত্যুতে গত ২৫ জুলাই বিকেলে লেখিকা সংঘের উদ্যোগে আয়োজিত শোকসভায় বক্তারা এ কথা বলেন। 

লেখিকা সংঘের সভাপতি রওশন আরা চৌধুরীর সভাপতিত্বে মধুবনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি ছিলেন গল্পকার জামান মাহবুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নন্দিনী সাহিত্য সংগঠনের সভাপতি কবি আব্দুল মুকিত অপি, প্রয়াত রওশন জাহান জেছমিনের একমাত্র ছেলে ব্যারিস্টার আদনান, স্ত্রী নাজিফা, ছোট বোন মাছুমা জাহান চৌধুরী, জান্নাতুল ফেরদৌস চৌধুরী, খালা শিক্ষিকা নারগিস আক্তার, সানজানা জাহান অর্পা। লেখিকা সংঘের পক্ষ থেকে জেছমিনের উপর স্বরচিত কবিতা পাঠ করেন বিনতা দেবী। বক্তব্য রাখেন কাউসার আরা রাহনামা, কবি ইশরাক জাহান জেলি, চিনু। 

সভায় কবি লাভলী চৌধুরী, কবি মাহবুবা সামসুদ, কবি লুৎফুন নেছা লিলি ও রওশন জাহান চৌধুরী জেসমিন এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কবি রওশন আরা চৌধুরী।