সিলেট গ্রিনসিটি রোটারির  বৃক্ষ রোপণ সম্পন্ন

সিলেট গ্রিনসিটি রোটারির  বৃক্ষ রোপণ সম্পন্ন

রয়েল ভিউ ডেস্ক: নগরীর সিলসিলা বাংলাবাড়ীতে গত শনিবার রোটারি ক্লাব অব সিলেট গ্রিনসিটি-এর উদ্যোগে বৃক্ষ বিতরণ ও রোপণ করা হয়েছে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব সিলেট গ্রিনসিটির প্রেসিডেন্ট রোটারিয়ান-আলমগীর হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিষ্ট্রিক্ট গভর্ণর রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো: মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডিষ্ট্রিক্ট সেক্রেটারী ও পেট্স এর চেয়ারম্যান রোটারিয়ান মো: জালাল উদ্দিন বাবলু, রোটারি ক্লাব অব ফেনী সেন্ট্রাল, এডিশনাল ডিষ্ট্রিক্ট কর্ডিনেটর রোটা- পিপি মুমিন চৌধুরী, সিলেট এরিয়া ডাইরেক্টর -পিপি রোটা. এ.কে.এম সামছুল হক ডিপু, জোনাল কর্ডিনেটর- পিপি মোহাম্মদ আমিনুল ইসলাম, জোনাল কর্ডিনেটর কুশিয়ারা জোন- পিপি রোটা. কাওছার হোসেন শাহিন, ক্লাব এসাইন এসিস্টেন গভর্ণর- পিপি

রোটা. ইঞ্জিনিয়ার লিপু সিনহা, ডেপুটি গভর্ণর পিপি রোটারিয়ান মাহমুদ আলম, ক্লাবের চার্টার প্রেসিডেন্ট রোটা. এহিয়া আহমদ, সাবেক এসিস্টেন গভর্ণর ও ক্লাব স্ট্যান্ডিং কমিটির চেয়ার রোটারিয়ান কবিরুল ইসলাম, পিপি রোটা. আব্দুর রশীদ, প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. ইঞ্জিনিয়ার কৃপেশ দেবনাথ, ভাইস প্রেসিডেন্ট রোটা. মাহমুদ হোসাইন আরিফ, ক্লাব ট্রেজারার রোটা. জহিরুল ইসলাম জহির, ক্লাব নতুন মেম্বার রোটা. দিদার আহমদ। এ সময় পিপি রোটারিয়ান কবিরুল ইসলাম-এর অর্থায়নে বিভিন্ন জাতের ঔষধি, ফলজ ও বনজ গাছের চারা বিতরণ রোপণ করা হয়। ডিষ্ট্রিক্ট গভর্ণর রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো: মতিউর রহমান বলেন-রোটারি ক্লাব অব সিলেট গ্রিনসিটি তার কাজের ধারাবাহিকতায় চমৎকার জায়গায় রোটারি ক্লাব গ্রিনসিটি বৃক্ষ রোপণ করেছে। ১০টি লক্ষ অর্জনে কাজ করবে রোটারি কøাব অব সিলেট গ্রিনসিটিসহ সিলেটের রোটারিয়ানরা। সাতটি এরিয়ার কাজ করে তার মধ্যে সাপোর্ট দি এনভায়রনমেন্ট গো গ্রীনের লক্ষ্যে বৃক্ষ বিতরণ ও রোপণ জুলাই মাস ব্যাপি এ কার্যক্রম চলমান থাকবে।