বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত  পরিচালক পদে পদোন্নতি পেলেন আব্দুল হাফিজ 

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত  পরিচালক পদে পদোন্নতি পেলেন আব্দুল হাফিজ 

বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. আব্দুল হাফিজ মেধাভিত্তিতে অতিরিক্ত পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। গত ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্টের এক আদেশে পদোন্নতি দিয়ে তাকে সিলেট অফিসে বহাল করা হয়েছে। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে বি.কম ডিগ্রি অর্জন করে ১৯৯০ সালে তিনি বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসে সিএনই পদে যোগদান করেন। পরবর্তীতে মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেট থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। পেশাগত পরীক্ষা ডিএআইবিবি সফলতার সাথে পাশ করেন। 
মো. আব্দুল হাফিজ ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসে বদলী হয়ে আসেন। ২০২০-২০২২ দু’বছর যুগ্ম পরিচালক হিসেবে প্রধান কার্যালয়ে কাজ করেন। সিলেট অফিসে বিভিন্ন শাখা বিভাগে কাজের পাশাপাশি তিনি বিভিন্ন মেয়াদে বাংলাদেশ ব্যাংক কর্মচারী সমবায় সমিতি (সিকো) এর সম্পাদক, বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ও সম্পাদক এবং বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণ মসজিদ কমিটির সম্পাদকের দায়িত্ব পালন করেন। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যাপক মরহুম মাওলানা মোঃ ইর্শাদ হোসাইন তার পিতা। পৈত্রিক নিবাস সিলেটের কানাইঘাট উপজেলার কায়েতগ্রামে। দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক মো. আব্দুল হাফিজ সিলেট নগরীর শাহপরান বাহুবল এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। বড় মেয়ে আনিকা বুশরা শাম্মী চিকিৎসক। দ্বিতীয় মেয়ে আনিকা তাসনিম সাদিয়া চুয়েটে সিভিলে ইঞ্জিনিয়ারিং এবং ছেলে মাহবুব হাসান মাহদী এইচএসসি পরীক্ষার্থী।-বিজ্ঞপ্তি