বেশি ভালো খেলেছে বাংলাদেশ: আফগান কোচ

বেশি ভালো খেলেছে বাংলাদেশ: আফগান কোচ

রয়েল ভিউেডেস্ক: ঢাকা টেস্টে বাংলাদেশের কাছে ৫৪৬ রানের বিশাল ব্যবধানে হেরেছে আফগানিস্তান। ব্যাটারদের সঙ্গে বল হাতে নিজেদের প্রমাণ করেছে টাইগার বোলাররা। হারের পর স্বাগতিক দলের প্রশংসা করেছেন আফগানিস্তানের কোচ জনাথান ট্রট।  

হারের পর সংবাদ সম্মেলনে এসে ট্রট বলেন, 'আমার মতে, এখানে বিষয়টি হলো প্রতিপক্ষ বেশি ভালো খেলেছে এবং নিজেদের কাজটি তারা ধারাবাহিকভাবে করে গেছে। লাইন-লেন্থ ধরে রেখে টানা বোলিং করেছে। আমরাও সেই চেষ্টা করেছি, কিন্তু পারিনি।'

টাইগার পেসারদের প্রশংসা করে তিনি আরও বলেন, 'আমার মতে, এটি (বাংলাদেশের পেস আক্রমণ) খুব ভালো। গতি আছে ভালো। এমন পেস আক্রমণ নিয়ে দেশ ও দেশের বাইরে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হবে। তাদের দারুণ স্পিনারও আছে, তারা জানে কীভাবে নিজেদের কন্ডিশন কাজে লাগাতে হয়। তো পুরো কৃতিত্ব তাদের।'