সরকার জনগণকে ভয় দেখিয়ে ক্ষমতায় টিকে  আছে : মির্জা ফখরুল 

ডাক ডেস্ক : আওয়ামী লীগ সরকারকে রাতের ভোটের সরকার উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুম-খুন ও গুলি চালিয়ে জনগণকে আতঙ্কে রেখে সরকার ক্ষমতায় টিকে রয়েছে। সরকারের সময় শেষ হয়ে গেছে। জনগণ জেগে ওঠেছে। এ সরকারকে পালাতে হবেই।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে আদালতের রায়ের প্রতিবাদে শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।
জনসভায় মির্জা ফখরুল আরও বলেন, আদালত কর্তৃক খালাস হবার পর সেই রায় বাতিল করে পুনরায় রায় দেয়া একটি নজিরবিহীন ঘটনা। সরকারের আদেশে রাজনৈতিক উদ্দেশ্যে হাসিল করতেই টুকুর বিরুদ্ধে আদালতে এ ফরমায়েসি রায় ঘোষণা করেছে।

মির্জা ফখরুল বলেন, সরকার জনগণের টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে। বিদেশে বেগমপাড়া গড়ে তুলেছে। বিদ্যুতের দাম পরিশোধ করা হলেও এখন বিদ্যুৎ নেই। সরকার সবক্ষেত্রে উন্নয়নের নামে চুরির মহোৎসব শুরু করেছে।

তিনি বলেন, সরকার সুষ্ঠু ভোট দিতে ভয় পায়। যে কারণে বিনাভোটে জোরপূর্বক ক্ষমতায় রয়েছে। জাতীয় নির্বাচনের আগে সরকারকে পদত্যাগ করতে হবে। নির্দলীয় সরকার গঠন করতে হবে। নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। এরপর নির্বাচন হবে। তাছাড়া দেশে কোন নির্বাচন করতে দেয়া হবে না।
মির্জা ফখরুল বলেন, র‌্যাব বিচার বহির্ভূত হত্যাকা- ঘটিয়েছে বলে র‌্যাবকে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। সরকার ভোট কারচুপি করে ক্ষমতায় এসেছে এটা আমেরিকা বুঝতে পেরেই ভিসানীতি প্রণয়ন করেছে। এতে সরকারের গা-জ্বালা শুরু হয়েছে।