বিশ্বনাথে দুই দিনে ৭৯ বস্তা ভারতীয়  চিনি জব্দ, ১ চোরাকারবারি আটক

বিশ্বনাথে দুই দিনে ৭৯ বস্তা ভারতীয়  চিনি জব্দ, ১ চোরাকারবারি আটক

বিশ্বনাথ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের বিশ্বনাথে দুই দিনে আমদানী নিষিদ্ধ ৭৯ বস্তা ভারতীয় চিনি জব্দ ও লোকমান হোসেন নামের এক চোরাকারবারিকে আটক করেছে থানা পুলিশ। এঘটনায় থানায় পুলিশ বাদী হয়ে দুটি পৃথক মামলা দায়ের করেছে। আটককৃত লোকমান উপজেলার অলংকারী ইউনিয়নের ছনখাড়িগাঁও গ্রামের আব্দুল আলীর পুত্র।

গত মঙ্গলবারের অভিযানে উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামের মাকুন্দা নদীর উত্তরপাড়ে নৌকা থেকে মজুদ করার সময় ২৬ বস্তা ভারতীয় চিনি ও গত বৃহস্পতিবারের অভিযানে পৌর শহরের নতুন বাজারের টিএনটি রোড় এলাকাস্থ ‘লোকমান ভেরাইটিজ স্টোর’র গোডাউন থেকে ৫৩ বস্তা ভারতীয় চিনিসহ চোরকারবারি লোকমান হোসেনকে আটক করে থানা পুলিশ। শুক্রবার স্থানীয় সাংবাদিকদের কাছে প্রেরিত থানা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পৌর শহরের নতুন বাজারে ‘লোকমান ভেরাইটিজ স্টোর’র গোডাউন থেকে থানা পুলিশের এএসআই আবু সালেহ মুছা’র নেতৃত্বে জব্দকৃত আমদানী নিষিদ্ধ ৫৩ বস্তা ভারতীয় চিনির বাজারমূল্য প্রায় ২ লাখ ৬৫ হাজার টাকা।

এ ব্যাপারে লোকমান হোসেনসহ অজ্ঞাতনামা ৩/৪ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন থানা পুলিশের এএসআই আবু সালেহ মুছা। গত মঙ্গলবার উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামের মাকুন্দা নদীর উত্তরপাড়ে নৌকা থেকে মজুদ করার সময় থানা পুলিশের এএসআই নোয়াব আলী’র নেতৃত্বে জব্দকৃত আমদানী নিষিদ্ধ ২৬ বস্তা ভারতীয় চিনির বাজারমূল্য প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা। এব্যাপারে অজ্ঞাতনামা ব্যক্তিদের অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন থানা পুলিশের এএসআই নোয়াব আলী। বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, চোরাকারবার বন্ধ করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।