সিলেটের সড়ক বিভাজকে আরও ৭১ টি   বৃক্ষরোপণ করলো আনন্দনিকেতন

সিলেটের সড়ক বিভাজকে আরও ৭১ টি   বৃক্ষরোপণ করলো আনন্দনিকেতন

রয়েল ভিউ ডেস্ক ঃ সিলেট নগরীর রিকাবিবাজার থেকে সুবিদবাজার হয়ে সুনামগঞ্জ রোডে আরো কিছু দূর এগুতে থাকলে সড়ক বিভাজকে ফুটে থাকা বর্ণিল ফুল সবার মনকে আনন্দে ভরিয়ে তুলবে। এই আনন্দের অনুষঙ্গ বর্ণিল ফুলের গাছ গুলো রোপণ করেছে সিলেটের আনন্দনিকেতন স্কুলের শিক্ষার্থীরা। বিভিন্ন বছরে ধাপে ধাপে তারা এসব গাছ রোপণ করে আসছে। এর অংশ হিসেবে শনিবার আনন্দ নিকেতন আর্থ ক্লাবের সদস্যরা ৭১টি গাছ রোপণ করেছে আম্বরখানা- বিমান বন্দর সড়কে।

এ নিয়ে সিলেটের সড়ক বিভাজকে আনন্দনিকেতন মোট ৭০৬ টি রাধাচূড়া গাছ রোপণ করেছে। তারা গাছ রোপণের পাশাপাশি রক্ষণাবেক্ষণও করে থাকে। শনিবার সকালে আম্বরখানা-বিমান বন্দর সড়কে বৃক্ষ রোপণের সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আনন্দনিকেতন স্কুলের একাডেমিক প্রধান শামীম চৌধুরী, প্রশাসনিক প্রধান ফাহমিনা নাহাস, নির্বাহী সেক্রেটারি পারভিন সাকিবা, সিনিয়র শিক্ষক রূপক কান্তি দত্ত, রিপন সরকার, আনন্দনিকেতন আর্থ ক্লাবের সভাপতি শুভদীপ পুরকায়স্থ, সহ-সভাপতি নাজিবা তাবাসসুম, সাধারণ সম্পাদক মারশাদ মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক পার্থিব আলোয় দে কল্প, কোষাধ্যক্ষ তাহসিন তাবিব, কার্যকরী কমিটির সদস্য ওয়াজহাত সামস্, আদিলুর রহমান চৌধুরী। বৃক্ষ রোপণ শেষে আনন্দনিকেতন আর্থ ক্লাবের ডেঙ্গু বিরোধী অভিযানের অংশ হিসেবে আনন্দ নিকেতন স্কুলে মশার ঔষধ স্প্রে করা হয়।