সেরা ইয়ুথ লিডার নির্বাচিত হওয়ায় তুহিনকে লিডিং  ইউনিভার্সিটির উপাচার্যের অভিনন্দন

সেরা ইয়ুথ লিডার নির্বাচিত হওয়ায় তুহিনকে লিডিং  ইউনিভার্সিটির উপাচার্যের অভিনন্দন


রয়েল ভিউ ডেস্ক : সেরা ইয়ুথ লিডার নির্বাচিত হওয়ায় লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী জয়নুল হুসেন তুহিনকে উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা অভিনন্দন জানিয়েছেন। 

গত বুধবার উপাচার্যের কার্যালয়ে তুহিনকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী তুহিন তার মেধা, দক্ষতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে যাচ্ছে এবং লিডিং ইউনিভার্সিটির জন্য সুনাম বয়ে আনছেন।

আমেরিকার আইওয়াইসি-৭ কনফারেন্সে বিশ্বের ১১৩ দেশের মধ্যে সেরা ১০ জন ইয়ুথ লিডার থেকে নির্বাচিত ইয়ুথ আইকন এবং আইওয়াইসি-৮ এর সেরা ইয়ুথ লিডার ও বাংলাদেশ থেকে রাষ্ট্রদূত নির্বাচিত হন লিডিং ইউনিভার্সিটির ২৬ ব্যাচের জয়নুল হুসেন তুহিন।
লিডিং ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মো. রফিকুল ইসলামসহ শিক্ষক-কর্মকর্তারাও শিক্ষার্থী তুহিনকে অভিনন্দন জানিয়েছেন।

গত এপ্রিল মাসে অনুষ্ঠিত আইওয়াইসি-৭ কনফারেন্সে একমাত্র বাংলাদেশী হয়ে নিজের দেশের প্রতিনিধিত্ব করে সুনাম অর্জন করেন। অংশগ্রহণকারী দেশের ইয়ুথ নেতারা তুহিনকে সব দেশের সেরা ইয়ুথদের মধ্যে থেকে বেস্ট ইয়ুথ লিডার হিসেবে আখ্যায়িত করেন। তাছাড়া, তুহিন নিজের দেশ সহ বিশ্বের ৭৮টি দেশের ইয়ুথদের সমস্যা এবং তার সমাধান কি হতে পারে তা তুলে ধরেন। তার প্রস্তাবগুলো যুক্তিসম্পূর্ণ থাকায় সবাই তুহিনকে ইয়ুথ আইকন বলে আমেরিকার বেস্ট আইওয়াইসি ইয়ুথ লিডারশীপ আইকন অ্যাওয়ার্ডে মনোনীত করা হয়।
আইওয়াইসি কনফারেন্সে বিশ্বের সব দেশের ইয়ুথ লিডার এবং সব দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তাছাড়া, তিনি জাতীয় পর্যায়ে গত ১৯ আগস্ট ঢাকার কেআইবিতে অনুষ্ঠিত শেরে বাংলা বেস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড অর্জন করেন। 
উল্লেখ্য, লিডিং ইউনিভার্সিটির এ মেধাবী শিক্ষার্থী তুহিন একজন ইয়ুথ আইকন ছাড়াও সারা বাংলাদেশের খুবই পরিচিত মুখ। তাছাড়া, সে তার মেধা, দক্ষতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে বিশ্বের সব দেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে যাচ্ছে।