বিশ্বম্ভরপুরে অপরাজিতা নারীর ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময় সভা

বিশ্বম্ভরপুরে অপরাজিতা নারীর ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময় সভা

সুনামগঞ্জ সংবাদদাতা :
বিশ্বম্ভরপুরে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় সরকারি সুবিধাভোগীদের সাথে নারী প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৬জুন) উপজেলা পরিষদ হলরুমে উক্ত মতবিনিময় সভায় অপরাজিতা প্রিডকাস্টের জেলা প্রোগ্রাম সমন্বয়কারী মোঃ নজরুল ইসলামের পরিচালনায় ও উপজেলা সমন্বয়কারী লাভলী সরকারের সহযোগীতায় অপরাজিতার মূল বিষয়বস্তু উপস্থাপন করেন অপরাজিতা প্রিডকাস্টের সিলেট জেন্ডার ট্রেনিং অফিসার পরিমল দেব।

নারী জনপ্রতিনিধি রেহেনা পারভীনের সভাপতিত্বে সরকারি সেবাদান প্রতিষ্ঠানের পক্ষে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান, উপজেলা তথ্য আপা ঝুমা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রমুখ।
উক্ত মতবিনিময় সভায় সরকারি সেবা প্রদানকারীদের কাছ থেকে কীভাবে সেবা পাবে এ ব্যাপারে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় নারী জনপ্রতিনিধি ও সম্ভাব্য নারী জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।