বড়লেখায় টিলা কাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা

 বড়লেখায় টিলা কাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা

বড়লেখা (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা: মৌলভীবাজারের বড়লেখায় টিলা কাটার অভিযোগে মো. সেলিম মিয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কাশেমনগর এলাকায় এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কাশেমনগর এলাকার বাসিন্দা মো. সেলিম মিয়া চলাচলের জন্য টিলা কেটে রাস্তা প্রশস্ত করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী। এ সময় তিনি টিলা কাটার সত্যতা পেয়ে মো. সেলিম মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।  
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, পাহাড়-টিলা কাটা বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত আছে।