বড়লেখায় বিএসটিআই’র  অভিযানে ৯০ হাজার টাকা জরিমানা আদায়

বড়লেখায় বিএসটিআই’র  অভিযানে ৯০ হাজার টাকা জরিমানা আদায়

রয়েল ভিউ ডেস্ক ঃ মৌলভীবাজারের বড়লেখায় বিএসটিআই পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে চারটি মামলায় ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেই সাথে একটি ড্রিংকিং ওয়াটার কারখানা সিলগালা ও ত্রুটিপূর্ণ পেট্রোলের একটি ডস্পেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়। গতকাল বুধবার এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন।  

বিএসটিআইর পণ্যের গুনগতমান নিয়ন্ত্রণ এবং ওজন পরিমাপ যাচাই সংক্রান্ত এই অভিযানে মেসার্স সোনার বাংলা ফিলিং স্টেশনে পেট্রোলের একটি ত্রুটিপূর্ণ ডিস্পেন্সিং ইউনিট বন্ধ করে দেয়া হয়। ওই প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করা হয় ৪০ হাজার টাকা, নিষিদ্ধ স্ক্রীন ক্রীম বাজারজাত করার অপরাধে
জীবন রনি ফেন্সি স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়, একই অপরাধে দুলাল ফেন্সি স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় মেসার্স রেহনুমা ড্রিংকিং ওয়াটার সিলগালা করা হয়। সেই সাথে ওই প্রতিষ্ঠান থেকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। 
অভিযানে অন্যান্যের মধ্যে বিএসটিআই’র সিলেট বিভাগীয় অফিসের কর্মকর্তা মো. তারিকুল ইসলাম সুমন ও রাইসুল ইসলাম অংশ নেন।