কেটে গেল নন-ক্যাডার  নিয়োগের বাধা, বিধিমালা জারি

কেটে গেল নন-ক্যাডার  নিয়োগের বাধা, বিধিমালা জারি

রয়েল ভিউ ডেস্ক ঃ অবশেষে নন-ক্যাডার নিয়োগের বিধিমালা জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মাধ্যমে কেটে গেল নন-ক্যাডার পদে নিয়োগের বাধা।
গতকাল বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ বিধিমালা জারির কারণে ৪০তম বিসিএসসহ অন্য বিসিএসের নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়ায় আর বাধা থাকল না।

নতুন বিধিমালা অনুযায়ী, নতুন বিসিএসের বিজ্ঞপ্তিতে ক্যাডার পদের পাশাপাশি নন-ক্যাডার পদের সংখ্যাও উল্লেখ থাকবে। তবে চলমান ৪০, ৪১, ৪৩ ও ৪৪তম বিসিএসের ক্ষেত্রে কততম বিসিএসের সময়, কোন শূন্য পদের চাহিদা এসেছে, তা পর্যালোচনা করে মেধার ভিত্তিতে নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হবে।
৪০তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগ আগের নিয়মেই দেওয়ার দাবিতে টানা আন্দোলন করে আসছিলেন চাকরিপ্রার্থীরা। তারা ৬ দফা দাবি নিয়ে পিএসসির সামনে মানববন্ধন ও মিছিল করেছিলেন।

শুধু এই একটি বিধিমালার অভাবে সরকারি চাকরিতে আটকে ছিল প্রায় সাড়ে চার হাজার নিয়োগ।