বিয়ানীবাজার পৌর নির্বাচন : মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন কাল ॥ শেষ মুহূর্তে চলছে  নানা হিসেব-নিকেষ 

বিয়ানীবাজার পৌর নির্বাচন : মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন কাল ॥ শেষ মুহূর্তে চলছে  নানা হিসেব-নিকেষ 

ডেস্ক রিপোর্টার ॥ বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামীকাল বৃহস্পতিবার। এদিকে, পৌরসভার মেয়র পদে নির্বাচন নিয়ে নানা হিসেব-নিকেষ চলছে। আঞ্চলিক ইস্যুতে একই জোনের একাধিক মেয়র প্রার্থী বসিয়ে একজন করার চিন্তাভাবনা চলছে। শুধুমাত্র শ্রীধরা গ্রামের দু’প্রার্থীর মধ্যে ঐক্য হচ্ছে বলে জানিয়েছে একাধিক সূত্র। 

জানা যায়, বিগত বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে বিএনপির ধানের শীষ মনোনীত প্রার্থী ছিলেন শ্রীধরা গ্রামের আবু নাসের পিন্টু। ওই নির্বাচনে বিজয়ী প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি। এবারও তিনি মেয়র পদে প্রার্থী হয়েছেন। তবে, গ্রামের অপর প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হাজি আব্দুল কুদ্দুছ টিটুর অনুরোধে তিনি নির্বাচন না করার ইঙ্গিত দিয়েছেন। এছাড়া, নবাং গ্রামের অপর প্রার্থী আব্দুস সবুরও শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকবেন কিনা এ নিয়ে নির্বাচনী মাঠে নানামুখী জল্পনা চলছে। 

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পৌর নির্বাচনে ১২ জন মেয়র প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এ পর্যন্ত নির্বাচনী মূল আলোচনায় রয়েছেন, বর্তমান মেয়র নৌকার প্রার্থী আব্দুস শুকুর, সাবেক পৌর প্রশাসক তফজ্জুল হোসেন, আওয়ামী লীগের দু’বিদ্রোহী প্রার্থী জিএস ফারুকুল হক ও হাজি আব্দুল কুদ্দুছ টিটু। 
প্রসঙ্গত, আগামী ২৭ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। আর ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) আগামী ১৫ জুন এ পৌরসভার ভোট গ্রহণ করা হবে।