সিলেট ও মৌলভীবাজার বারে গণসংযোগ 

শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে   সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের  প্যানেলকে বিজয়ী করুন  : এড. মিসবাহ উদ্দিন সিরাজ 

শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে   সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের  প্যানেলকে বিজয়ী করুন  : এড. মিসবাহ উদ্দিন সিরাজ 

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলকে বিজয়ী করার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ বার কাউন্সিলের কমপ্লেইন এন্ড ভিজিল্যান্স কমিটির সাবেক চেয়ারম্যান ও সিলেটের সাবেক পিপি এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। বার কাউন্সিল নির্বাচন উপলক্ষে সিলেট ও মৌলভীবাজার জেলা বারে গণসংযোগকালে আইনজীবীদের প্রতি তিনি এ আহবান জানান। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র - ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা আজ বাস্তবে রুপ নিয়েছে। আমরা আইনজীবীরাও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলকে বিপুল ভোটে বিজয়ী করতে চাই। সকল ভেদাভেদ ভুলে সকলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে দেশের সর্বজন শ্রদ্ধেয় আইনজীবী সৈয়দ রেজাউর রহমানের নেতৃত্বাধীন সিলেটের ডি-গ্রুপ থেকে এডভোকেট এ এফ মো.রুহুল আনাম চৌধুরী মিন্টসহ এ প্যানেলকে বিজয়ী করতে হবে। 

সিলেট বারে গণসংযোগকালে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডভোকেট নিজাম উদ্দিন,সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি এডভোকেট নওশাদ আহমদ চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট একেএম শমিউল আলম,স্পেশাল পিপি এডভোকেট শাহ মোসাহিদ আলী ,স্পেশাল পিপি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল,সিলেটের জিপি এডভোকেট রাজ উদ্দিন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পিপি এডভোকেট মাহফুজুর রহমান,সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ,সাবেক স্পেশাল পিপি এডভোকেট  কিশোর কুমার কর,অতিরিক্ত পিপি এডভোকেট রনজিত সরকার,অতিরিক্ত পিপি এডভোকেট শামসুল ইসলাম, এপিপি এডভোকেট আজমল আলী,এডবোকেট সমর বিজয় সী শেখর, এডভোকেট বিজয় কুমার দেব, এডভোকেট কানন আলম প্রমুখ উপস্থিত ছিলেন। 
গণসংযোগকালে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আজাদুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল হোসেন ইকবাল, মৌলভীবাজারের পিপিএডভোকেট রাধাপদ দেব সজল ও মৌলভীবাজারের জিপি এডভোকেট আব্দুল খালিক এডভোকেট সুমন প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।