মাধবপুর পৌর অফিসের পাশে দীর্ঘদিন যাবত জলাবদ্ধতা, নেই চলাচলের  উপযুক্ত রাস্তা

মাধবপুর পৌর অফিসের পাশে দীর্ঘদিন যাবত জলাবদ্ধতা, নেই চলাচলের  উপযুক্ত রাস্তা

মাধবপুর সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুর উপজেলা কমপ্লেক্সের পিছনে  গড়ে উঠা আবাসিক এলাকার বাসিন্দাদের চলাচলের  উপযুক্ত রাস্তা নেই । সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ভোগান্তিতে পরেন। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও এ এলাকার মানুষের ভোগান্তির শেষ নেই।
। প্রতিকার চেয়ে হবিগঞ্জ জেলা প্রশাসকের নিকট একটি আবেদন করেছেন স্থানীয় বাসিন্দারা।
 
মাধবপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের উপজেলা কমপ্লেক্সে ও পৌর ভবনের ঠিক পিছনে ১০ গজ দূরে  গত কয়েক বছরে গড়ে উঠেছে একটি আবাসিক এলাকা। এখানে রয়েছে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী (এমপি) সহ সুশীল সমাজের  ৪০/৫০ টি পরিবার বসবাস করেন। উপজেলা প্রশাসনের রাস্তা দিয়ে ওই এলাকার লোকজন আগে অবাধে চলাচল করতে পারলেও ২০২০ সালের সেপ্টেম্বর মাসে উপজেলা পরিষদ সীমানা প্রাচীর নির্মান করলে রাখা হয় একটি পকেট গেইট। এই পকেট দিয়ে চলাচল করতে পারে না কোন গাড়ি। বিকল্প একটি রাস্তা করা হলেও সেটাও সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি , অম্বুলেন্স প্রবেশ করতে পারে না। শিক্ষার্থী আতিক হাসান সামি জানান, আমাদের এখানে বৃষ্টি হলে রাস্তায় পানি জমে যায়। চলাফেরা করতে সমস্যা হয়। চলাফেরা করতে হলে পানির উপর দিয়ে ইট বা কাঠ দিয়ে চলাফেরা করতে হয়। কোন ঘরে যদি আগুন লাগে ফায়ার সার্ভিস বা কোন টিম আসতে হলে সমস্যা হয়। । তারপর রাস্তাঘাট চলাফেরা করতে খুব অসুবিধা হয়। এখানে ফায়ার সার্ভিস ও এম্বুলেন্স ডুকার কোন ব্যবস্হা নেই।

মাধবপুর পৌর সভার মেয়র হাবিবুর রহমান মানিক জানান, এই সমস্যা দূর করতে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কোন নাগরিক কষ্ট করুন  এটি আমাদের কাম্য নয়। দ্রুত সময়ে সমস্যা সমাধানের জন্য উপজেলা নিবার্হী কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। 
মাধবপুর উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন জানান, রাস্তা নির্মানের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। উপজেলা প্রকৌশলীর দপ্তর ও পৌরসভা সমন্বিতভাবে প্রাক্কলন প্রস্তত করেব। মাটি ভরাটের মাধ্যমে নিচু জায়গা উঁচু করার জন্য পৌরসভাকে অনুরোধ করা হয়েছে।