ম্যাংগো স্পেশাল  ট্রেন চালু ২০ মে 

ম্যাংগো স্পেশাল  ট্রেন চালু ২০ মে 

রয়েল ভিউ ডেস্ক: আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ থেকে সারা দেশে আম পরিবহনের খরচ কমাতে পরিবহন সংশ্লিষ্ট প্রতিনিধি ও আম ব্যবসায়ী, আম চাষি ও উদ্যোক্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে, জেলা প্রশাসক এ কে এম গালিব খাঁনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আম ব্যবসায়ী আসাদুল আল মাহমুদ বলেন, ‘অনলাইনে অর্ডার সংগ্রহ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে আম পাঠানো হয়। কিন্তু কুরিয়ার সার্ভিসগুলোর সেবার মান খুব খারাপ। সময়মতো পণ্য পৌঁছে না। কখনো কখনো ক্যারেট থেকে আম চুরির ঘটনাও ঘটেছে। অভিযোগ করলে পাত্তা দেয় না। কুরিয়ার সার্ভিসের কর্মচারীদের অযতœ আর অবহেলায় লোড-আনলোডিং সময়ে ক্যারেট আছড়ে ফেললে আমের খুব ক্ষতি হয়। তাছাড়া কুরিয়ার খরচও অনেক বেশি।’ 

চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মুনজের আলম মানিক আম পরিবহন, বাজারজাত খরচ কমাতে ম্যাংগো স্পেশাল ট্রেন চালু ও ট্রেন ছাড়ার সুবিধাজনক সময়সূচি নির্ধারণ এবং আমসহ অন্য কৃষিপণ্য পরিবহন ব্যবস্থা করার দাবি জানান। 

সভায় বাংলাদেশ রেলওয়ে পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, আম পরিবহনের জন্য এবারও থাকছে বাংলাদেশ রেলওয়ের ম্যাংগো স্পেশাল ট্রেন। আম মৌসুমে শুরু থেকেই চাঁপাইনবাবগঞ্জ ঢাকা রুটে ম্যাংগো স্পেশাল ট্রেন চালু করতে চায় বাংলাদেশ রেলওয়ে। আগামী ২০ মে ম্যাংগো স্পেশাল ট্রেন সুবিধা চালু হবে। এতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা অল্প খরচে ঝাঁকুনিবিহীন নিরাপদ আম পরিবহনের সুবিধা পাবেন আম ব্যবসায়ী ও সর্ব সাধারণ। সেই সঙ্গে এবার ম্যাংগো স্পেশাল ট্রেনে দুটো বাড়তি বগি দেওয়া হবে বলেও জানান তিনি। 
সভায় জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন কুরিয়ার সার্ভিস প্রতিনিধিদের প্রতি কেজি ১০ টাকার মধ্যে রেট নির্ধারণ ও আম পরিবহনে যতœশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, চাঁপাইনবাবগঞ্জে গত দু’বারের মতো এবারও থাকছে না আম ক্যালেন্ডার। আম পাকলেই বাজারে নামবে চাঁপাইনবাবগঞ্জের সুমিষ্ট আম।