আবাদ বাড়ানোর সাথে সকলের  পুষ্টি নিশ্চিতে কাজ করছে সরকার ------------------------ মোহাম্মদ রেজাউল করিম

আবাদ বাড়ানোর সাথে সকলের  পুষ্টি নিশ্চিতে কাজ করছে সরকার ------------------------ মোহাম্মদ রেজাউল করিম

রয়েল ভিউ ডেস্ক : কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও প্রকল্প এবং আইসিটি) মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, সরকার কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি সকলের জন্য পুষ্টি নিশ্চিত করতে কাজ করছে। অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনে প্রান্তিক পর্যায়ের মানুষের সারা বছরের পুষ্টির চাহিদা পূরণ হবে। তিনি বলেন, এক ইঞ্চি জমিও পতিত রাখা যাবে না। একসময় সবার জন্য খাদ্য নিরাপত্তার কথা বলা হতো। খাদ্য নিশ্চিত করে সরকার এখন সবার জন্য পুষ্টির চাহিদা পূরণে কাজ করছে। মেধাবী জাতি গঠন করতে হলে সকলের জন্য পুষ্টি নিশ্চিত করতে হবে। 
গত রোববার ‘অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন’ প্রকল্পের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেট আঞ্চলিক কার্যালয়ের হলরুমে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ড. শহিদুল ইসলাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেট আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. মোশারফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন’ প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিপ্তরের সিলেটের উপরিচালক খয়ের উদ্দিন মোল্লা, মৌলভীবাজার জেলার উপরিচালক সামছুদ্দিন আহমদ, হবিগঞ্জ জেলার উপপরিচালক নুরে আলম সিদ্দিকী, সুনামগঞ্জ জেলা প্রশিক্ষণ অফিসার মোস্তফা ইকবাল আজাদ। সেমিনারে কৃষির বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বিএডিসি কর্মকর্তা, কৃষক ও সুবিধাভোগীরা অংশগ্রহণ করেন।
পরে জেলা ও উপজেলা কৃষি কর্মকর্তাদের নিয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) প্রস্তুত বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।