মেহেদির রঙ না শুকাতেই নববধূর আত্মহত্যা

মেহেদির রঙ না শুকাতেই নববধূর আত্মহত্যা

রয়েল ভিউ ডেস্ক:
নাটোরের সিংড়া উপজেলায় হাতের মেহেদীর রঙ না শুকাতেই আলো খাতুন (১৯) নামের এক নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৪ মে) রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। 

সম্পর্কিত খবর বিয়ের তৃতীয় দিনেই নববধূর আত্মহত্যা স্বামী পছন্দ না হওয়ায় কিশোরী নববধূর আত্মহত্যা বিয়ের মাস না পেরোতেই নববধূর আত্মহত্যা আলো উপজেলার বামিহাল দশোপাড়া গ্রামের আইয়ুব আলীর মেয়ে। এ বছর বামিহাল রহমত ইকবাল অনার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছে সে। 

জানা যায়, ঈদুল ফিতরের পরের দিন গত ৪ মে আলো খাতুনের মতামত উপেক্ষা করে রাজশাহী পুঠিয়ার ঝলমলিয়া গ্রামের এক বিকাশ এজেন্ট ম্যানেজারের সঙ্গে বিয়ে দেয় বাবা-মা। বিয়ে সম্পন্ন হলেও আলো খাতুন তার বাপের বাড়িতেই ছিলেন। এরপর মঙ্গলবার রাতে তার শয়ন ঘরে আলো খাতুনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, আত্মহত্যার কারণ জানা যায়নি। ময়নাতন্তের রির্পোট পাওয়ার পর বিষয়টি জানা যাবে।