মাহমুদ উস সামাদ চৌধুরী ছিলেন প্রকৃত দেশপ্রেমিক ও জনদরদী 

মাহমুদ উস সামাদ চৌধুরী ছিলেন প্রকৃত দেশপ্রেমিক ও জনদরদী 

দক্ষিণ সুরমা প্রতিনিধি : যুক্তরাজ্যের ইস্ট লন্ডন একাডেমি মিলনায়তনে সিলেট-৩ আসনের সাবেক এমপি প্রয়াত মাহমুদ উস সামাদ চৌধুরী স্মরণে ‘হৃদয়ে মাহমুদ উস সামাদ’ গ্রন্থের উন্মোচন সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত অতিথি, এলাকাবাসী, পরিচিতজন ও স্বজনদের আবেগঘন স্মৃতিচারণে মোড়ক উন্মোচন অনুষ্ঠান পরিণত হয় শোকগাঁথায়। অনুষ্ঠানে বক্তাদের কথায় বরাবরই উঠে আসে প্রয়াত মাহমুদ উস সামাদ চৌধুরীর সততা, সাহসিকতা, মানবিকতা ও দূরদর্শি নেতৃত্বগুণের কথা। তাঁরা বলেন, মাহমুদ উস সামাদ চৌধুরী ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক ও জনদরদী। সেকারণেই তিনি যুক্তরাজ্যের অভিজাত জীবন ফেলে বাংলাদেশে গরিব-দুঃখী মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পেরেছিলেন।

গত শুক্রবার পূর্ব লন্ডনের সুপিসর ইস্ট লন্ডন একাডেমি মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বইটির পাঠ আলোচনা করেন কবি ও গবেষক ফারুক আহমদ। আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। তাঁর সঙ্গে অতিথি ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের হাউজ অব লর্ডস সদস্য পলা মঞ্জিলা উদ্দিন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সোলসব্যারি কাউন্সিলের মেয়র কাউন্সিলর আতিকুল হক, রেডব্রিজ কাউন্সিলের মেয়র কাউন্সিলর জোছনা ইসলাম। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন প্রয়াতের ছোট ভাই চ্যানেল এস-এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি। অতিথি ও কমিউনিটির বিশিষ্টজনদের পাশাপাশি এ অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে ছুটে আসেন অনেকেই। ভিডিও চিত্রে তুলে ধরা হয় মাহমুদ উস সামাদ চৌধুরীর কর্ম ও এলাকার মানুষের ভালোবাসার নানা চিত্র। শুভেচ্ছা বক্তব্যে চ্যানেল এস-এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি আবেগঘন কণ্ঠে ভাই হারানোর স্মৃতিচারণ করে বলেন, মাহমুদ উস সামাদ চৌধুরী ছিলেন একজন বিরল ব্যক্তিত্ব যার উদাহরণ দেয়া যায় না। তাঁর মিশন এবং ভিশন ছিলো বাংলাদেশের অগ্রগতি এবং উন্নয়ন।

তিনি ব্যতিক্রমধর্মী চিন্তা ও পরিকল্পনা নিয়ে কাজ করতেন। যার উদাহরণ সিলেট-৩ আসনের বিভিন্ন উন্নয়ন কর্মের মধ্যে পাওয়া যায়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ব্রিস্টল শাহজালাল জামে মসজিদের ইমাম হাফিজ আজিজুর রহমান খান। নানা স্মৃতিকথা ও কবিতার পক্তিমালার গাঁথুনিতে অনুষ্ঠানটি পরিচালনা করেন চ্যানেল এস-এর প্রেজেন্টার ফারহান মাসুদ খান ও সংবাদ পাঠক মুনিরা পারভীন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ অনুষ্ঠানে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করার কথা থাকলেও জরুরী প্রয়োজনে তিনি দেশে চলে আসায় এক ভিডিও বার্তায় বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে ব্যারোনেস পলা মঞ্জিলা উদ্দিন বলেন, সামাদ পরিবারের সঙ্গে তাঁর বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মাহমুদ উস সামাদ চৌধুরীর সততা, মানবিকতা সম্পর্কে তিনি অবগত। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বলেন, প্রয়াত মাহমুদ উস সামাদ চৌধুরী কেবল একজন এমপি ছিলেন না। তিনি প্রতিরক্ষা ও ধর্মসহ তিনটি গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সদস্য ছিলেন।

তিনি এলাকার উন্নয়নের পাশাপাশি বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ বলেন, যুক্তরাজ্যে এসে মানুষ দুটি কাজ করে। প্রথমটি হলো নিজের জন্য গড়ে এবং শিখে। দ্বিতীয়টি হলো মানুষের জন্য গড়ে এবং শিখে। মাহমুদ উস সামাদ চৌধুরী দ্বিতীয় কাজটি করেছিলেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বক্তব্যে তাঁর বিভিন্ন ব্যক্তিগত স্মৃতিচারণ করেন। চ্যানেল এস-প্রতিষ্ঠাতা মাহী ফেরদৌস জলিল বলেন, যুক্তরাজ্যের বিলাসী জীবন ফেলে যিনি বাংলাদেশের গরীব-দুঃখী মানুষের সঙ্গে থাকতে পারেন তিনিই হচ্ছেন প্রকৃত দেশপ্রেমিক। মাহমুদ উস সামাদ চৌধুরী সেই কাজটি করতে পেরেছেন।  উল্লেখ্য, সিলেট-৩ নির্বাচনী এলাকার পর পর তিন মেয়াদে নির্বাচিত এমপি ছিলেন মাহমুদ উস সামাদ চৌধুরী। কিন্তু সংসদ সদস্য হিসেবে তৃতীয় মেয়াদ পূর্ণ করার আগেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি ২০২১ সালের ১১ মার্চ মৃত্যুবরণ করেন।