সুনামগঞ্জে কবি পুলিন  রায়ের সংবর্ধনা

সুনামগঞ্জে কবি পুলিন  রায়ের সংবর্ধনা

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩-এ সিলেট বিভাগে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হওয়ায় সুনামগঞ্জের 'সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ'এর সাবেক সভাপতি কবি পুলিন রায়কে সংবর্ধনা দেয়া হয়েছে। 

১ সেপ্টেম্বর বিকেলে দৈনিক সুনামকণ্ঠ মিলনায়তনে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক দুলাল মিয়ার সভাপতিত্বে সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ও সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের উপদেষ্টা প্রফেসর রজত কান্তি সোম। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আসাদ উল্লাহ সরকার, কবি ইকবাল কাগজী, কবি সুখেন্দু সেন, ভাস্কর-এর সম্পাদনা সহযোগী বড়লেখা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. নিয়াজ উদ্দীন ও সিলেট সাহিত্য পরিষদ'র সাধারণ সম্পাদক মো: আলাউদ্দিন তালুকদার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সুনামকণ্ঠ সম্পাদক ও প্রকাশক এবং সংগঠনের উপদেষ্টা বিজন সেন রায়।
শিক্ষক অনুপ নারায়ণের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর সরকারী দিগেন্দ্র বর্মন ডিগ্রী কলেজের প্রভাষক লেখক মো. মশিউর রহমান, সংগঠনের সহ-সভাপতি শিক্ষক সাজাউর রহমান, প্রগতি লেখক সংঘ সুনামগঞ্জ শাখার সভাপতি নির্মল ভট্টাচার্য্য ও সুনামকণ্ঠ পাঠক ফোরাম শান্তিগঞ্জ শাখার সভাপতি নজরুল ইসলাম। কবি পুলিন রায়ের জীবনী পাঠ করেন শিক্ষক লাকি বিশ্বাস। সংবর্ধিত অতিথিকে নিয়ে কবিতা পাঠ করেন কবি শম্পা শিমু। আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি