মাহমুদিয়া নুরানীয়া হাফিজিয়া  মহিলা মাদ্রাসায় শিক্ষা কার্যক্রম শুরু

মাহমুদিয়া নুরানীয়া হাফিজিয়া  মহিলা মাদ্রাসায় শিক্ষা কার্যক্রম শুরু

সিলেট নগরীর ৪০নং ওয়ার্ডের কুচাই আবাসিক এলাকায় 'মাহমুদিয়া নুরানীয়া হাফিজিয়া মহিলা মাদ্রাসা'র শিক্ষা কার্যক্রম শুরু ও সবক প্রদান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মাদ্রাসার হলরুমে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

গত শনিবার সকাল ১০টায় শিক্ষা কার্যক্রম ও সবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভার্থখলা ও শ্রীরামপুর মাদরাসার মুহাদ্দিছ ও কুচাই জামে মসজিদের খতিব শায়খুল হাদীস মাওলানা আব্দুর রহিম। মাহমুদিয়া নুরানীয়া হাফিজিয়া মহিলা মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবী সৈয়দ আলী আজম মুকুলের সভাপতিত্বে এবং কুচাই জামে মসজিদ এর সেক্রেটারি, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সেক্রেটারী হাসান মাহমুদ মসরু'র পরিচালনায় দোয়া পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামেয়া মজিদিয়া ইসলামিয়া মাদ্রাসা কুচাই এর প্রিন্সিপাল মাওলানা সাদেক আহমদ, রাহিমা জামেয়া ইসলামিয়া গঙ্গানগর মাদ্রাসার প্রিন্সিপাল মাহমুল হাসান, জামেয়া আমিনিয়া মংলিপার হাজী নগর মাদ্রাসার প্রিন্সিপাল মাহমুদুল হাসান, সিলেট সিটি করপোরেশনের ৪০ নং ওয়ার্ডের কাউন্সিলর লিটন আহমদ। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র প্রবাসী শামিম আহমদ, বিশিষ্ট সমাজসেবী মাহমুদ হোসেন শাহিন, মোঃ কামরান কবির, এহতেশামুল হাসান লয়েছ, আব্দুল হাছিব। এ সময় উপস্থিত ছিলেন মোঃ ছিদ্দেকুর রহমান, রফিক আহমদ, ফয়েজ আহমদ শাহরুখ, আশরাফ আলী, মোঃ শওকত মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি