যথাযোগ্য মর্যাদায় শান্তিগঞ্জে জাতীয় শোক দিবস পালিত 

যথাযোগ্য মর্যাদায় শান্তিগঞ্জে জাতীয় শোক দিবস পালিত 

শান্তিগঞ্জ সংবাদদাতা :

শান্তিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকাল ১০ টায় শোক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পরিকল্পনামন্ত্রীর পক্ষে আওয়ামী লীগ নেতৃবৃন্দ, শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, শান্তিগঞ্জ থানা, উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস অফিস, পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিস, ইসলামিক ফাউণ্ডেশন, আব্দুল মজিদ কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) সকিনা আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ চৌধুরী,পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত সহকারী  হাসনাত হোসেন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুকুমার চন্দ দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেলিম আহমদ, সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, চেয়ারম্যান বৃন্দ।

আলোচনা সভা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

অন্যদিকে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পরিকল্পনামন্ত্রীর পক্ষে পুষ্পস্তবক অর্পণ উপজেলা আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।