রাশিয়ার কাছে আত্মসমপর্ণ না করে প্রাণ দিলেন ইউক্রেনের ১৩ সেনা  

রাশিয়ার কাছে আত্মসমপর্ণ না করে প্রাণ দিলেন ইউক্রেনের ১৩ সেনা  

ডেস্ক রিপোর্ট:
ইউক্রেনে সামরিক অভিযানে শুরুর পর কৃষ্ণ সাগরের ছোট্ট দ্বীপ স্নেক আইল্যান্ড অবরোধ করে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ। দ্বীপে অবস্থানরত ইউক্রেনের ১৩ সৈন্যকে আত্মসমর্পণের আহ্বান জানায় রুশ বাহিনী। কিন্তু ইউক্রেনের ওই ১৩ সেনা আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানান। এরপরই সেখানে বোমা হামলা চালায় রুশ সামরিক বাহিনী এবং ১৩ ইউক্রেনীয় সেনা নিহত হন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কৃষ্ণ সাগরে স্নেক আইল্যান্ড নামের ছোট একটি দ্বীপে ইউক্রেনের ১৩ জন সৈনিক তাদের ঘাঁটির দখল ধরে রেখেছিল। রুশ একটি যুদ্ধজাহাজ সেখানে এসে তাদের আত্মসমপর্ণ করার নির্দেশ দেয়। কিন্তু তারা সেটি অস্বীকার করে। ফলে তাদের ওপর গোলা বষর্ণ করতে শুরু করে রাশিয়ার যুদ্ধ জাহাজ।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, জাহাজটি থেকে ইউক্রেনের সেনাদের উদ্দেশ্য করে রাশিয়ার এক কর্মকর্তা বলেন, এটা সামরিক জাহাজ, এটা রাশিয়ার সামরিক জাহাজ। আমরা তোমাদের অস্ত্র পরিত্যাগ করে আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছি। রক্তপাত বন্ধ এবং অপ্রয়োজনীয় হতাহত বন্ধে এমন পদক্ষেপ উল্লেখ করে রুশ কর্মকর্তা বলেন, আত্মসমর্পণ না করলে তোমাদের ওপর বোমা বর্ষণ করা হবে। কিন্তু এই আহ্বানে ইউক্রেনের সৈন্যরা সাড়া না দেওয়ায় গোলা বর্ষন করে রুশবাহিন। এতে ইউক্রেনের ১৩ সৈন্য নিহত হয়।