রাশিয়ার সঙ্গে ‘হাত মেলানোয়’ বাল্যবন্ধুকে বরখাস্ত করলেন জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে ‘হাত মেলানোয়’ বাল্যবন্ধুকে বরখাস্ত করলেন জেলেনস্কি

রয়েল ভিউ ডেস্ক:
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনের নিরাপত্তা সংস্থার (এসবিইউ) প্রধান এবং প্রসিকিউটর জেনারেলকে বরখাস্ত করেছেন। দেশটির এই দুই শক্তিশালী সংস্থার মধ্যে রাষ্ট্রদ্রোহের অনেক ঘটনা ঘটেছে উল্লেখ করে এমন পদক্ষেপ নিয়েছেন জেলেনস্কি।

বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। জেলেনস্কি বলেছেন, তিনি বলেছিলেন যে ৬০ জনের বেশি সাবেক কর্মকর্তা এখন রাশিয়ান-অধিকৃত এলাকায় ইউক্রেনের বিরুদ্ধে কাজ করছে। তিনি আরও বলেন, আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বিরুদ্ধে মোট ৬৫১টি সহযোগিতা ও রাষ্ট্রদ্রোহের মামলার তদন্ত চলছে।

এ বিষয়ে কোনো মন্তব্য করেননি বরখাস্ত কর্মকর্তা ইভান বাকানভ এবং ইরিনা ভেনেডিকতোভা। রোববার এক ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, রাষ্ট্রের জাতীয় নিরাপত্তার ভিত্তির বিরুদ্ধে এই ধরনের অপরাধের একটি বিন্যাস সংশ্লিষ্ট সংস্থা দুটির প্রধানদের ব্যাপারে অত্যন্ত গুরুতর প্রশ্ন তুলেছে।

তিনি বলেন, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নেয়া হবে। ক্রিমিয়াতে সাবেক এসবিইউ আঞ্চলিক প্রধানের হাই-প্রোফাইল গ্রেপ্তারের পর জেলেনস্কি বাল্যবন্ধু এসবিইউ প্রধান ইভান বাকানভকে বরখাস্ত করা হয়। ওই কর্মকর্তা ওলেহ কুলিনিচকে বিশ্বাসঘাতকতার অভিযোগে সন্দেহ করা হয়।