রাশিয়ায় ৫ শতাধিক বিক্ষোভকারী গ্রেফতার

রাশিয়ায় ৫ শতাধিক বিক্ষোভকারী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:
রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভ জোরদার হচ্ছে। একই সঙ্গে বাড়ছে বিক্ষোভকারীদের গ্রেফতারের সংখ্যাও। সর্বশেষ খবরে জানা গেছে, রাশিয়ার ২১টি শহরে ৬০০ এর বেশি যুদ্ধ-বিরোধী বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। রাশিয়ার বন্দী বিরোধী নেতা আলেক্সি নাভালনি ইউক্রেনের যুদ্ধের বিরুদ্ধে দেশজুড়ে এই বিক্ষোভের ডাক দিয়েছিলেন।

মনিটরিং গ্রুপটি স্থানীয় গণমাধ্যমের খবরের ভিত্তিতে বলছে, সাইবেরিয়ার নোভোসিবিরস্ক শহরে ২০০ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।

রাশিয়ায় সরকার বিরোধী বিক্ষোভকারীদের গণহারে গ্রেফতারের ঘটনা স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। 

ওভিডি-ইনফো মনিটরিং গ্রুপ বলছে, ১১ দিন আগে ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর এপর্যন্ত ৮ হাজারের বেশি যুদ্ধ-বিরোধী বিক্ষোভকারীকে রাশিয়ায় গ্রেফতার করা হয়েছে।