জায়েদ খানের পক্ষে দেয়া হাইকোর্টের রায় স্থগিত

জায়েদ খানের পক্ষে দেয়া হাইকোর্টের রায় স্থগিত

বিনোদন ডেস্ক :
এফডিসির সাধারণ সম্পাদকের চেয়ারে বসা নিয়ে জায়েদ খানের অপেক্ষা আরও বাড়ল। জায়েদ খানকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় চেম্বার আদালতে স্থগিত।
রবিবার শুনানি শেষে এ আদেশ দিয়েছেন বিচারপতি ওবায়দুল হাসানের একক বেঞ্চ। আগামী চার সপ্তাহ এ পদে স্থিতাবস্থা থাকবে বলেও জানান আদালত। সুপ্রিম কোর্টের এ আদেশে সন্তোষ প্রকাশ করেছেন চিত্রনায়িকা নিপুণ। এ বিষয়ে আপিল শুনানি অনুষ্ঠিত হবে ৪ঠা এপ্রিল। তবে, জায়েদ খানের আইনজীবী জানান জায়েদ খান চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।

এর আগে, গেল বৃহস্পতিবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ খানকে বহাল রেখে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করেন চিত্রনায়িকা নিপুণ। তার আগে বুধবার আপিল বোর্ডের সিদ্ধান্ত বাতিল করে, জায়েদ খানের পক্ষে রায় দেয় বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ।

গেল ২৮শে জানুয়ারি অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করা হয়। তবে, গত ৫ই ফেব্রুয়ারি নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান জায়েদের প্রার্থিতা বাতিল করে নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করেন। এর বিরুদ্ধে ৭ই ফেব্রুয়ারি জায়েদ খান রিট করেন। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করায় আপিল বোর্ডের সিদ্ধান্ত স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট।

এ নিয়ে দু'পক্ষের মধ্যে শুরু হয় আইনি লড়াই।