রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত  বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম 

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত  বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম 

রয়েল ভিউ ডেস্ক : রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলো সিলেটের ওসমানী নগর উপজেলার দয়ামীর ইউনিয়নের চন্ডিতিয়র গ্রাম নিবাসী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম। রোববার বাদ জোহর স্থানীয় হযরত শাহ্ খন্দকার মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়।

 নামাজে জানাজায় ইমামতি করেন দারুল কোরআন মাদরাসা, নাজির বাজার, সিলেট-এর প্রিন্সিপাল মাওলানা জাহেদ হাসান।
জানাজায় উপস্থিত ছিলেন-বিশিষ্ট সাংবাদিক ও লেখক-গবেষক মুহাম্মদ ফয়জুর রহমান, ওসমানী নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.টি.এম ফখর উদ্দিন ও সাবেক চেয়ারম্যান নূর উদ্দিন নূনু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, জেলা পরিষদের সদস্য মতিউর রহমান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফতাব আহমেদ,
পরিবারের সদস্য, এলাকাবাসী ছাড়াও ইউনিয়নের  মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন স্থান থেকে আগত সুধীজন এবং আত্মীয়-স্বজনরা অংশ নেন। 
নামাজে জানাজার পূর্বে  ওসমানী নগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা  নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা, ওসমানী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিন এবং  জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা মরহুম  সিরাজুল ইসলামের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওসমানী নগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার পবিত্র কুমার মজুমদার। 
পরে ওসমানী নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানার উপস্থিতিতে সিলেট জেলা পুলিশের একটি চৌকস দল মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের মরদেহকে গার্ড অব অনার প্রদান করে।