২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের  মতবিনিময় সভা অনুষ্ঠিত 

২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের  মতবিনিময় সভা অনুষ্ঠিত 

সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি ঘোষিত ১সেপ্টেম্বর থেকে ১৫সেপ্টেম্বর পর্যন্ত সাংগঠনিক পক্ষের ধারাবাহিকতায় ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় ২নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় লামাবাজার স্থানীয় একটি অফিসে ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক উপকমিটির দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।  মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাংগঠনিক উপ কমিটির দায়িত্ব প্রাপ্ত নেতা এডভোকেট মফুর আলীর সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সাংগঠনিক উপকমিটির সদস্য আজম খানের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য প্রদান করেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, কার্যনির্বাহী সদস্য মুক্তার খান, আবুল মহসিন চৌধুরী মাসুদ, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিক্রম কর সম্রাট, ২নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গৌসুল আলম গেদু, সাধারণ সম্পাদক তাজ আহমদ লিটন, সিনিয়র সহ-সভাপতি পান্না লাল রায়, শ্যামল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর আহমদ, অপূর্ব কুমার দাস, ধর্মবিষয়ক সম্পাদক আওয়াল মিয়া প্রমুখ। 
এসময়ে উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি উত্তম চৌধুরী, চিন্ময় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম রাব্বি, প্রচার সম্পাদক  গৌতম রায়, সদস্য  কেশব সেন, পঙ্কজ দাস, অরিজিত রায় রাকু, ধ্রুব দে, আনোয়ার হোসেন বাবুল প্রমুখ। মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির ঘোষিত ১সেপ্টেম্বর থেকে ১৫সেপ্টেম্বর পর্যন্ত সাংগঠনিক পক্ষের ধারাবাহিকতায় ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা থাকলেও যেহেতু ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটির মেয়াদ এখনো উত্তীর্ণ হয়নি সেহেতু মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে সম্মেলন করা হবে। ওয়ার্ড সম্মেলনের পূর্বে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির  হোসেনের সাথে আলোচনা করে অনুমতিক্রমে একটি কর্মী সম্মেলন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাছাড়া ওয়ার্ড আওয়ামী লীগকে সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার জন্য নেতৃবৃন্দ কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। সভার শুরুতে গুলশান গ্রেনেড হামলায় আহত ও  মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক প্রদীপ পুরকায়স্থের পরলোক গমনে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।-বিজ্ঞপ্তি