লিডিং ইউনিভার্সিটিতে  সিএসই কার্নিভাল উদ্বোধন

লিডিং ইউনিভার্সিটিতে  সিএসই কার্নিভাল উদ্বোধন

রয়েল ভিউ ডেস্ক : সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে সিএসই ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে লিডিং ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাব আয়োজিত সিএসই কার্নিভাল চ‍্যাপ্টার-২ এর উদ্বোধন হয়েছে। গত শনিবার সকাল ১১টায় লিডিং সিএসই কার্নিভাল চ‍্যাপ্টার-২ এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার বনমালী ভৌমিক। উদ্বোধনীপূর্বক তার নেতৃত্বে সিএসই বিভাগের শিক্ষার্থীদের নিয়ে একটি শোভাযাত্রা ক‍্যাম্পাস সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার বনমালী ভৌমিক বলেন, সিএসই কার্নিভালসহ এই জাতীয় সকল প্রোগ্রাম শিক্ষার্থীদের প্রোগ্রামিং দক্ষতা বাড়ায় এবং লিডিং ইউনিভার্সিটির সুনাম বয়ে আনে। এ ধরনের প্রোগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। প্রোগ্রাম আয়োজন করার জন‍্য তিনি সিএসই বিভাগ এবং লিডিং ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাবকে ধন্যবাদ জানান।

দু’দিনব‍্যাপী অনুষ্ঠিত লিডিং ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাবের কর্মসূচিতে ছিল ন্যাশনাল হ্যাকাথন কন্টেস্ট, ইনট্রা ইউনিভার্সিটি প্রোগ্রামিং কন্টেস্ট, গেইমিং কন্টেস্ট এবং আইসিটি কুইজ কন্টেস্টসহ আকর্ষণীয় কিছু আয়োজন। এর পাশাপাশি ৩টি টেকনিক্যাল সেশনেও আয়োজন করা হয় বিখ্যাত টেকনোলজি এক্সপার্টদের নিয়ে।
এবারের ন্যাশনাল হ্যাকাথনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২টি দল, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ১৯টি দলসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ডেফোডিল ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি এবং আরও বেশ ক’টি নামকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
লিডিং ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাবের উপদেষ্টা আরাফাত হাবীব কোরেশীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সিএসই বিভাগের বিভাগীয় প্রধান রুমেল এমএস রহমান পীর বলেন, আমরা এ ধরনের প্রতিযোগিতায় ভালো করছি এবং বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা পাচ্ছি। সেজন্য তিনি লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী এবং ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, প্রক্টর ও  ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম‍্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহবুবুর রহমান।

সিএসই বিভাগের সহকারী অধ‍্যাপক কাজী মো. জাহিদ হাসানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ‍্যাপক ড. সাদিয়া সুলতানা, আইন বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মামুন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার অমিত চক্রবর্তী এবং ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ জিয়াউর রহমান।
অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কম্পিউটার ক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকল অতিথিবৃন্দকে ভোট অফ থ্যাংকস জানান লিডিং ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাবের উপদেষ্টা আরাফাত হাবীব কোরেশী।
লিডিং ইউনিভার্সিটির সিএসই কার্নিভাল আয়োজনে পৃষ্ঠপোষকতায় ছিল হ্যাকাথন 'রিক্রুট', ইন্ট্রা এল.ইউ. প্রোগ্রামিং কন্টেস্ট এ 'কনভে', গেমিং কন্টেস্ট এ 'ইউনিক কম্পিউটার'। এছাড়াও এবারের সিএসই কার্নিভালে 'এডুকেশন কেয়ার', 'সুপা লিগেছি টিভি', 'দারুন কমিউনিটি' এবং 'কমলা ভান্ডার' পৃষ্ঠপোষকতা করেছে।