লিডিং ইউনিভার্সিটিতে সরস্বতী পূজার উদ্বোধন

লিডিং ইউনিভার্সিটিতে সরস্বতী পূজার উদ্বোধন

দেশবরেণ্য শিক্ষানুরাগী, প্রখ্যাত সমাজসেবক, লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী বলেছেন, ‘উদার ধর্মীয় মূল্যবোধ ও সাংস্কৃতিক ঐতিহ্যের উপরে গড়ে উঠেছে সিলেটের সমাজব্যবস্থা। আবহমান কাল থেকে এখানে সকল ধর্ম-বর্ণের মানুষ মিলেমিশে বসবাস করে আসছেন। আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল নিদর্শন।’

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় লিডিং ইউনিভার্সিটিতে সরস্বতী পূজার উদ্বোধনকালে তিনি উপরোক্ত কথা বলেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের নিয়ে গঠিত পূজা উদযাপন পরিষদের উদ্যোগে পূজার আয়োজন করা হয়। সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ‍্যমে পূজার উদ্বোধন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার বনমালী ভৌমিক। সকল ধর্ম মানুষকে বিবেকবান, মানবিক, সৎ ও কল্যাণকামী হওয়ার শিক্ষা দেয় উল্লেখ করে মানবকল্যাণে নিবেদিত রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, গরিব দুঃখী মানুষের বন্ধু, প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক দানবীর ড. রাগীব আলী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মমতে বিদ্যাদেবী সরস্বতী পূজা অন্যতম একটি ধর্মীয় উৎসব। সুদীর্ঘ কাল থেকে সিলেটে সরস্বতী পূজার ঐতিহ্য রয়েছে। পারস্পরিক সম্প্রীতির এই ঐতিহ্য রক্ষা করে সমাজকে এগিয়ে নিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে। তিনি সরস্বতী পূজা উপলক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।

পূজার অনুষ্ঠানসূচিতে রয়েছে- আজ বুধবার সকাল ৮টায় প্রতিমা স্থাপন, সাড়ে ৮টায় পূজারম্ভ, সকাল ১০টায় পুষ্পাঞ্জলি, দুপুর সাড়ে ১২টায় প্রসাদ গ্রহণ এবং বেলা দেড়টায় লিডিং ইউনিভার্সিটির পূজামন্ডপ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামীকাল বৃহস্পতিবার লিডিং ইউনিভার্সিটি প্রাঙ্গণ থেকে প্রতিমা শোভাযাত্রা বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে।

সরস্বতী পূজা উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. আবেদ হোসেন, উপাধ্যক্ষ প্রফেসর ডা. এ.কে.এম. দাউদ, কোম্পানীগঞ্জ উপজেলার ইউএনও সুঞ্জিত কুমার চন্দ, লিডিং ইউনিভার্সিটির ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, প্রক্টর মো. মাহবুবুর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, পূজা উদযাপন কার্যকরী পরিষদের ইঞ্জিনিয়ার অমিত চক্রবর্তী, প্রভাষক দীপ্ত পালসহ অন‍্যান‍্য সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।