শুদ্ধাচারে পুরস্কৃত হওয়ায়  চুনারুঘাট  ইউএনওকে শুভেচ্ছা

শুদ্ধাচারে পুরস্কৃত হওয়ায়  চুনারুঘাট  ইউএনওকে শুভেচ্ছা

চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ হবিগঞ্জ জেলার মধ্যে শুদ্ধাচারে শ্রেষ্ঠ পুরস্কৃত হওয়ায় চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিককে ফুল দিয়ে সংবর্ধনা জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর ও উপজেলার সকল সরকারি কর্মকর্তা, উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধিবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ ,সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। এ উপলক্ষে গত মঙ্গলবার বিকেল ৩ টায় উপজেলার পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বারেন্দ্র রায়, পিআইও প্লাবন পাল,উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ খোরশেদ আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার কাউছার শোকরানা,   উপজেলা নির্বাচন কর্মকর্তা দীপক কুমার, উপজেলা প্রকৌশলী দীপক কুমার দাশ। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী মনির হোসেন জমাদ্দার, উপজেলা পরিষদের সিএ ওয়াহিদুল ইসলাম সুমন, ইউএনও অফিসের সিএ কৃষ্ণ কুমার সিংহ, সহকারী প্রশাসনিক কর্মকর্তা কামাল হোসাইন, যুবলীগ নেতা আনোয়ার হোসেন লিজন, লিটন মিয়া সহ আরো অনেকেই। ২০২১ সালের চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করার পর থেকে সিদ্ধার্থ ভৌমিক সুষ্ঠুভাবে অফিস ব্যবস্থাপনা, সরকারের উন্নয়ন কর্মকান্ড সু-নিপুনভাবে ত্বরান্বিত করা, দুর্নীতি ও অনিয়মমুক্ত প্রশাসন ব্যবস্থা বজায় রাখা সহ সামাজিক অবক্ষয়ের কারণ চিহ্নিত করে তাৎক্ষণিক তা দূরীকরণে ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি নাগরিক সেবা প্রদানে গুরুত্বপুর্ণ ভূমিকা পালনের কথা উল্লেখ করা হয়।