শান্তিগঞ্জে দিনব্যাপী কৃষক  প্রশিক্ষণ সম্পন্ন

শান্তিগঞ্জে দিনব্যাপী কৃষক  প্রশিক্ষণ সম্পন্ন

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : ‘কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৩-২৪ অর্থ বছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় উপজেলা কৃষি অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

শান্তিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলার উপ-পরিচালক বিমল চন্দ্র সোম। 

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মোস্তফা কামাল ইকবাল, শান্তিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা উমায়েদ নুর, অলক চন্দ্র দাশ, মৌ রায়, হাবিবা বেগম প্রমুখ। 
প্রশিক্ষণে জয়কলস ও পাথারিয়া ইউনিয়নের ৬০ জন কৃষক প্রতিনিধি অংশ নেন।