স্কলার্সহোম মেজরটিলা কলেজে  ওসমানীর জন্মবার্ষিকী পালন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে  ওসমানীর জন্মবার্ষিকী পালন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানীর ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে কলেজের ইনডোর অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। আইসিটি বিভাগের সহায়তায় বঙ্গবীর ওসমানীর জীবন ও কর্মের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের একাডেমিক ইনচার্জ প্রভাষক রাজন সরকার। 

এম এ জি ওসমানীর ওপর বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রভাষক শাহাব উদ্দিন আহমেদ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল মাওয়া নিশি।

পরে ওসমানীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতা ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এসময় শিক্ষার্থী ও বিভিন্ন বিভাগের প্রভাষকবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি