শায়েস্তাগঞ্জে নারী নির্যাতনের  ঘটনায় মামলা

শায়েস্তাগঞ্জে নারী নির্যাতনের  ঘটনায় মামলা

শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে আটক রাখার ঘটনায় স্বামী, স্বামীর চাচাতো বোন ও ভগ্নিপতির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ আদালতে মামলা দায়ের করেন করেছে গৃহবধূ রেহানা আক্তার। বিচারক মামলাটি আমলে নিয়ে প্রতিবেদন দাখিলের জন্য মহিলা বিষয়ক কর্মকর্তাকে আদেশ দিয়েছেন। রেহানা আক্তার উপজেলার জগন্নাথপুর গ্রামের কদর আলীর মেয়ে। 

মামলা সূত্রে জানা যায়, রেহানা আক্তারের স্বামী মিনহাজ উদ্দিন, চাচাতো বোন সুলতানা ও তার স্বামী সেলিম মিয়া ও শ্বশুর আব্দুল মনাফ যৌতুকের দাবিতে গত ১২ মে রেহানাকে মারধর করে জখম করে এবং তাকে আটকে রাখে। পরে কাউন্সিলর আছমা আব্দুল্লাহ ও পুলিশ রেহানাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় গত শুক্রবার সন্ধ্যার পর শায়েস্তাগঞ্জের পৌর কাউন্সিলর সাইদুর রহমানের মধ্যস্থতায় সালিশ বিচার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু রেহানার শশুর বাড়ির লোকজন কেউ না আসায়  রেহানাকে আদালতে মামলা দায়ের করতে হয়।