সকল শিশুর জন্য নিরাপদ ও শান্তিময় ভবিষ্যৎ  নিশ্চিত করা গেলে তার আত্মা শান্তি পাবে 

সকল শিশুর জন্য নিরাপদ ও শান্তিময় ভবিষ্যৎ  নিশ্চিত করা গেলে তার আত্মা শান্তি পাবে 

রয়েল ভিউ ডেস্ক: নানা কর্মসূচির মধ্য দিয়ে সিলেটে  বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালিত হয়েছে। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে প্রশাসন, আওয়ামী লীগ এবং অঙ্গ ও  সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। শেখ রাসেল জাতীয় দিবসের এবারের প্রতিপাদ্য ছিল-‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’।

দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, শেখ রাসেল বেঁচে থাকলে তার মেধা ও প্রজ্ঞা দিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারতেন। শেখ রাসেল দিবস জাতীয়ভাবে পালনের মাধ্যমে একদিকে বঙ্গবন্ধুর পরিবারের ত্যাগের প্রতি কৃতজ্ঞতা স্বীকারের সুযোগ হয়েছে ; অন্যদিকে এ সময়ের শিশু কিশোররা মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বন্ধে জানা ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ সেবার সুযোগ পাবে। 

বক্তারা আরো বলেন, শিশু রাসেলের হৃদয়জুড়ে ছিল মানুষের জন্য ভালোবাসা। তার স্বপ্ন ছিল বড় হয়ে মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করা। দেশের রাষ্ট্রপতির সন্তান হয়েও একদম সাদামাটা জীবন ছিল শেখ রাসেলের। ঘাতকরা জানতো যে শেখ পরিবারের কেউ জীবিত থাকলে তাদের এই নীলনকশা বাস্তবায়নে বাধার সম্মুখীন হতে হবে। এজন্য তারা শিশু রাসেলকেও নির্বিচারে সেদিন হত্যা করে। শেখ রাসেল বেদনার এক মহাকাব্যের নাম। ছোট বয়স থেকেই রাসেলের ছিল অসাধারণ নেতৃত্বসুলভ আচরণ ও পরোপকারী মনোভাব। সকল শিশুর জন্য নিরাপদ ও শান্তিময় ভবিষ্যৎ নিশ্চিত করতে পারলেই শিশু রাসেলের আত্মা শান্তি পাবে বলে বক্তারা উল্লেখ করেন।

জেলা প্রশাসন : শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উপলক্ষে জেলা প্রশাসন প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর কমান্ড প্রথমে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিভাগীয় কমিশনার, ডিআইজি সিলেট রেঞ্জ, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসন, পুলিশ সুপার, জেলা পরিষদ  এবং বিভাগ ও জেলা পর্যায়ের কর্মকর্তাগণ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসন থেকে বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে। পরে কবি নজরুল অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি। জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি মো. হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জোবায়েদুর রহমান পিপিএম সেবা, সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ। অনুষ্ঠান শেষে শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সিলেট জেলা আওয়ামী লীগ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালন উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগ গতকাল বুধবার বাদ জোহর হযরত শাহজালাল (রহ:) মাজার মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। দোয়া ও মিলাদ মাহফিলের শুরুতেই জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে ১৫ আগস্ট কালো রাতে নিহত সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপ-দপ্তর সম্পাদক মো: মজির উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য মো: নিজাম উদ্দিন চেয়ারম্যান, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস প্রমুখ।
সিসিক : সারা দেশের মতো সিলেট সিটি কর্পোরেশনও গতকাল বুধবার পালিত হয়েছে শেখ রাসেল দিবস। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়। সকাল সাড়ে ৮টায় শেখ রাসেল দিবসের র‌্যালিতে অংশগ্রহণ, সকাল দশটায় নগর ভবনে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারিরা পুষ্পস্তবক অর্পণ করেন। পরে নগর ভবনের সভা কক্ষে দিবস উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা। সিসিকের নির্বাহী প্রকৌশলী রুহুল আলমের সঞ্চালনায় এবং প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিত দেবের সভাপতিত্বে আলোচনা সভায় বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। সভা শেষে মোনাজাত করেন সিসিক জামে মসজিদের ইমাম হাফিজ মোহাম্মদ আলী। এছাড়া, সিলেট সিটি কর্পোরেশনের সম্মুখে ডিজিটাল স্ক্রিনে শেখ রাসেলের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
শাবিপ্রবি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একইসাথে ইউনিভার্সিটি ইনোভেশন হাব স্মার্ট ইউনিবেটর’র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন ও ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার। এর আগে, সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 
এমসি কলেজ : যথাযোগ্য মর্যাদায় মুরারিচাঁদ (এমসি) কলেজে শেখ রাসেলের জন্মদিন উদযাপিত হয়েছে। গতকাল বুধবার সকালে কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজের নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে থেকে আনন্দ র‌্যালি বের হয়ে কলেজ গ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়। গ্রন্থাগারে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সেখানে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। পরে কলেজের শিক্ষাবিদ সম্মেলন কক্ষে  আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মোছাম্মৎ জেবিন আক্তারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ। 
বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ, বাংলা বিভাগের অধ্যাপক ড. সাহেদা আখতার,  শিক্ষক পরিষদ সম্পাদক মো. তৌফিক এজদানী চৌধুরী, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবু নাসের খান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ বদরুজ্জামান, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক জুনায়েদ আল আমীন প্রমুখ। 
সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ :  সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস বিন¤্র শ্রদ্ধায় পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে  পোস্টার, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে প্রতিষ্ঠানকে সুসজ্জিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল রোকনুজ্জামান খাঁন, পিএইচডি, এইচসি। এছাড়া, উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও কর্মচারীগণ। 
শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে মূল কার্যক্রম শুরু হয়। দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল আলোচনা অনুষ্ঠান, চিত্রাঙ্কন, কুইজ ও খেলাধুলা প্রতিযোগিতা, স্মারক বৃক্ষরোপণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আলোচনা অনুষ্ঠানে শেখ রাসেল দিবসের তাৎপর্য ও প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ, নির্বাচিত শিক্ষক ও শিক্ষার্থীরা। শেষে শেখ রাসেলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।  উল্লেখ্য, গত ১৭ অক্টোবর সিলেট জেলা প্রশাসকের কার্যালয়, আইসিটি শাখা কর্তৃক আয়োজিত ‘প্রিয় শেখ রাসেল’ শিরোনামে প্রেজন্টেশন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এসসিপিএসসি'র শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে স্কুল শাখার ৭ম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ রহমান ঈশান।
বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড  কলেজ : বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠান চতুর্থ শ্রেণিন শিক্ষার্থীদের পরিচালনায় প্রাথমিক শাখার সকল শিক্ষার্থীসহ অন্যান্য সকল শ্রেণির খুদে শিক্ষার্থীগণ অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি ও উপ মহাপরিচালক সিলেট সেক্টর কমান্ডার কর্নেল জি এইচ এম সেলিম হাসান, বিজিবিএম,পিএসসি। অনুষ্ঠানের শুরুতে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর বর্ণাঢ্য র‌্যালি, শেখ রাসেল দেয়ালিকা পরিদর্শন, গাছের চারা রোপনসহ সকল কার্যক্রমের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। শেষে প্রধান অতিথি নির্ভিক দুরন্ত দুর্জয়  শেখ রাসেলের স্বপ্নের কথা শিশু শিক্ষার্থীদের স্মরণ করিয়ে দেন। 
ইমাম প্রশিক্ষণ একাডেমী : শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উপলক্ষে গতকাল বুধবার ইমাম প্রশিক্ষক একাডেমীর হলরুমে বিশেষ আলোচনা ও দু’আ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের প্রধান, সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব, সিলেটের কৃতি সন্তান, অধ্যাপক ডা: মামুন আল মাহতাব স্বপ্নীল। ইমাম প্রশিক্ষণ একাডেমী সিলেটের উপ-পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন সিলেটের পরিচালক মোঃ মহি উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সৈয়দ মুবিন আহমদ মবনু। তাজুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা এবং ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও কিশোরগঞ্জ জেলার শতাধিক ইমামগণ উপস্থিত ছিলেন। শেখ রাসেলসহ সকল শহীদের আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। 
সিলেট জেলা যুবলীগ : শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালন করেছে সিলেট জেলা যুবলীগ। এ উপলক্ষে গতকাল বুধবার আসরের নামাজের পর হযরত শাহজালাল (র.) এর মাজার মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুননেসা মুজিব, শেখ রাসেলসহ ১৫ আগস্টের সব শহীদের আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন যুবলীগ নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ, সহ সভাপতি মনোজ কাপালি মিন্টু , সামছুল ইসলাম মিলন, সুজিত চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আলী, সাংগঠনিক সম্পাদক সুজেল আহমদ তালুকদার,  প্রচার সম্পাদক শাহিনুজ্জামান শাহিন ,দপ্তর সম্পাদক সাজলু লস্কর, ত্রাণ সম্পাদক আবুল হাসান কাশেম, বিজ্ঞান তথ্য প্রযুক্তি সম্পাদক হুসাইন আহমদ বাবু, তথ্য ও গবেষণা সম্পাদক আলাউদ্দিন তালুকদার, পরিবেশ বিষয়ক সম্পাদক ফজলুর রহমান জসিম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বিনয় চন্দ্র রায়, উপ দপ্তর সম্পাদক আব্দুল ওয়াহিদ, মনিরুল হক পিনু, সহ সম্পাদক ফেরদৌস আলম বেগ, মো এমাদ উদ্দিন, শাহিদুর রহমান শাহেদ, মো মুমিনুল ইসলাম, সদস্য সুহেল আহমদ জুবেল, হামজা হেলাল, মো ছালেহ আহমদ, মো সাইদুল ইসলাম, যুবলীগ নেতা আব্দুল জলিল পারভেজ, রেজাউল করিম রাজ্জাকসহ নেতৃবৃন্দ।
সিমেবি কর্মচারী পরিষদ : শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কর্মচারী পরিষদের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ যোহর নগরের চৌহাট্টাস্থ সিভিল সার্জন অফিসের মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কর্মচারী পরিষদের সদস্যরা। পরে দিবস উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা। সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কর্মচারী পরিষদের সদস্য সচিব নাদীম সীমান্তের সঞ্চালনায় এবং আহ্বায়ক মুহাজিরুল ইসলাম রাহাতের সভাপতিত্বে আলোচনা সভায় কর্মচারী পরিষদের সদস্যরা বক্তব্য রাখেন।