সকলের প্রচেষ্টায় ফেঞ্চুগঞ্জকে মাদকমুক্ত ঘোষণা করা হবে   --- বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম 

সকলের প্রচেষ্টায় ফেঞ্চুগঞ্জকে মাদকমুক্ত ঘোষণা করা হবে   --- বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম 


ফেঞ্চুগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা ঃ ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বলেছেন, মাদকের করালগ্রাস থেকে আমাদের যুবসমাজকে রক্ষা করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় অচিরেই ফেঞ্চুগঞ্জকে মাদকমুক্ত ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার ফেঞ্চুগঞ্জ উপজেলা মাসিক আইনশৃংখলা কমিটির সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোহিনী বেগম, অফিসার ইনচার্জ শাফায়েত হোসেন, ইউপি চেয়ারম্যান তৈয়ফুর রহমান শাহীন, জুবেদ আহমেদ চৌধুরী শিপু, সাইফুল ইসলাম মনা, আহমেদ জিলু, ও আবজাল হোসেইন,

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, সহ-সভাপতি আব্দুল কাদির খান, প্রচার সম্পাদক হাজী এনামুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক সাংবাদিক মামুনুর রশীদ, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাহমুদ জুয়েল, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আব্দুল আব্দুল হাই নন্না। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সদস্য সাবেক অধ্যক্ষ রবীন্দ্র কুমার নাথ, মেডিকেল অফিসার ডা. এমাজুর রহমান রিপন, ফায়ার সার্ভিসের ইনচার্জ নজরুল ইসলাম, কৃষি অফিসার সুব্রত দেবনাথ প্রমুখ।