সুনামগঞ্জে বানভাসিদের মধ্যে আ’লীগ নেতা সুয়েবের ঈদ উপহারসামগ্রী বিতরণ

সুনামগঞ্জে বানভাসিদের মধ্যে আ’লীগ নেতা সুয়েবের ঈদ উপহারসামগ্রী বিতরণ

স্মরণকালে ভয়াবহ বন্যায় সিলেট ও সুনামগঞ্জে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। বানের পানিতে লাখ, লাখ মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন। সুনামগঞ্জের আশ্রয় কেন্দ্রে এক শিশু সন্তান জন্ম নেয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশু সন্তানের নাম রেখেছেন প্লাবন। বন্যা কবলিত এলাকায় খাদ্য সংকট, আবাসন সমস্যা ও রোগ ব্যাধি দেখা দিয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বানভাসি মানুষের মুখে হাসি ফুটানোর জন্য সব ধরনের সহযোগিতা করে যাচ্ছেন। তাঁর অগ্রযাত্রার সারথি হিসেবে অসহায় বানভাসিদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন সিলেট মদনমোহন কলেজের প্রভাষক ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ সুয়েবুর রহমান সুয়েব।
৯ জুলাই শনিবার দিনব্যাপী সুনাগঞ্জের ধর্মপাশা উপজেলার মামুদপুর (কাকিয়ায়), খলাপাড়া,   বৌলাম, চকিয়াচাপুর, বাদশাগঞ্জ বাজারে বানভাসি অসহায় মানুষের ঈদ উপহার বিতরণ করেন। উপহার সামাগ্রীর মধ্যে ছিল- চাল, সয়াবিন তেল, চিনি, সেমাই, গুড়ো দুধ, পিয়াজ, রসুন, আদা। আওয়ামীলীগ নেতা সুয়েবুর রহমানের ঈদ উপহারের সাথে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন সিলেট মদনমোহন কলেজের উপাধ্যক্ষ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম ও লন্ডন প্রবাসী মোহাম্মদ আব্দুল হান্নান।

আওয়ামীলীগ নেতা সুয়েবুর রহমান সুয়েবের ছোট ভাই সোহেল আহমেদ সহ ঈদউপহার বিতরণ কাজে বিভিন্ন স্থানে উপস্থিত থেকে উৎসাহ ও অনুপ্রেরণা দিয়ে সহযোগিতা করেন ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেনিয়ার হোসেন খান পাঠান, ধর্মপাশা উপজেলা সেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক শাহ আব্দুল বারেক চোটন, সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেনুয়ার হোসেন খান পাঠান, সেলবরষ ইউনিয়ন যুবলীগের সভাপতি দুলা মিয়া, বাদশাগঞ্জ বাজারের ডাঃ জামাল হোসেন, সেলবরষ ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, কৃষক সালাউদ্দিন, কমল মিয়া, চান মিয়া, শিক্ষার্থী মামুন, মেহেদি, পলাশ সহ অনেকেই।
সুয়েবুর রহমান সুয়েব সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদেরকে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার জন্য অনুরোধ জানিয়ে সকলকে স্বাস্থবিধি মেনে চলাচল করার আহবান জানান। তিনি সুনামগঞ্জ সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও ঈদমোবারক জানান। বিজ্ঞপ্তি